Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ


১৭ ডিসেম্বর ২০২১ ১৭:৪৫

বেশ কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকার পর গতকাল বৃহস্পতিবার অনুশীলনের অনুমতি মিলেছিল নিউজিল্যান্ড সফররত বাংলাদেশি ক্রিকেটারদের। বৃষ্টির কারণে অবশ্য সেই সুবিধা কাজে লাগাতে পারেননি বাংলাদেশি ক্রিকেটাররা। এদিকে, একদিন পরই বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাস সতর্কতাবশত এই নির্দেশ দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অনুশীলনের যে অনুমতিটা পেয়েছিলাম সেটা সংগত কারণে বন্ধ। (নিউজিল্যান্ড) সরকারের দিক থেকেই নিষেধ করা হয়েছে। এটাই আপডেট।’

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে পৌঁছার সপ্তাহ পেরিয়ে গেছে। কোয়ারেন্টাইন পর্ব শেষ হবার পথে বাংলাদেশি ক্রিকেটারদের। কিন্তু গত বুধবার স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হয়ে পড়ায় নতুন ঝামেলা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ডে মোট চারবার করোনা পরীক্ষা হবে বাংলাদেশ দলের। যার তিনটি ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে। যেখানে রঙ্গনা হেরাথ ছাড়া বাকি সবাই নেগেটিভ। হেরাথ আক্রান্ত হওয়ার কারণেই মূলত অনুশীলন সুবিধা বন্ধ করা হয়েছে বাংলাদেশ দলের। চতুর্থ করোনা পরীক্ষা হবে সফরের নবম দিনে। তখন সকলের নেগেটিভ এলেই অনুশীলন শুরু করতে পারবেন ক্রিকেটাররা। সে পর্যন্ত অনুশীলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সে হিসেবে পুরো দশ দিনই কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। নাফিস বলেন, ‘আগে থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম থাকলেও সফরে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। যদিও সেটা আসলে ১০ দিনের। এর মধ্যে প্রথম ৭ দিন এমআইকিউয়ের অধীনে এবং বাকি ৩ দিন হোটেলে। যেখানে অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনেই থাকতে হতো। এখন হয়তো এমআইকিউর অধীনেই ১০ দিন থাকতে হবে।’

এদিকে স্পিন কোচ হেরাথও ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন জানালেন তিনি, ‘হেরাথ এখন ভালো আছে। ওর সাথে আমাদের যোগাযোগ হচ্ছে নিয়মিত। খুব দ্রুত উন্নতি হচ্ছে। আশা করি খুব শিগগিরই ও দলের সাথে যোগ দিতে পারবে।’

এবারের সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত দুই টেস্টের প্রথমটি শুরু হওয়ার কথা ১ জানুয়ারী, দ্বিতীয়টি ৯ জানুয়ারী।

করোনাভাইরাস টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ বিসিবি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর