নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সবাই করোনা নেগেটিভ
২০ ডিসেম্বর ২০২১ ১৬:২৬
নিউজিল্যান্ড সফর নিয়ে তৈরি হওয়া শঙ্কা আপাতত কেটে গেল। দেশটিতে সফররত বাংলাদেশি ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের চতুর্থ ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে সকলের।
সোমবার (২০ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গতকাল (রোববার) আমাদের একটি কোভিড পরীক্ষা ছিল এখানে। আজ সকালে ফল এসেছে, আমরা সবাই নেগেটিভ।’
করোনা ইস্যুতে বড় শঙ্কাই জেগেছিল বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে। বাংলাদেশ দল যে ফ্লাইটে করে নিউজিল্যান্ড পৌঁছে সেখানকার একজন যাত্রী করোনাভাইরাসের নতুন সংক্রমন ওমিক্রন আক্রান্ত ছিলেন। নিউজিল্যান্ডে গিয়ে করোনা পজিটিভ হন বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এসবের মধ্যে বাংলাদেশ দল অনুশীলনের সুবিধা পেলেও পরে সেটা বন্ধ করে দেওয়া হয়। চতুর্থ করোনা পরীক্ষার ওপর নির্ভর করছিল অনেক কিছু। এই পরীক্ষায় বাংলাদেশ দলের কেউ পজিটিভ হলে সিরিজ পিছিয়ে যাওয়া বা স্থগিতও হতে পারত। বিষয়টি আসন্ন বিপিএলের ওপরও প্রভাব ফেলত। শেষ পর্যন্ত তেমনটি না হওয়াটা বড় স্বস্তিই।
খালেদ মাহমুদ সুজন বললেন এখন অনুশীলন শুরু করতে কোনো অসুবিধা নেই বাংলাদেশ দলের, ‘এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল (মঙ্গলবার) বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব। কাল সকাল সোয়া ১০টা থেকে আমাদের অনুশীলন শুরু হবে লিঙ্কন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব।’
নিউজিল্যান্ডে যাওয়ার পর থেকেই কোয়ারেন্টাইনে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছিলেন ক্রিকেটাররা। সেই অবস্থা থেকে মুক্তি মেলাটা কম স্বস্তির নয়। এখন সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে চায় বাংলাদেশ। খালেদ মাহমুদ বলেন, ‘অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। তো দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’
এবারের সফরে নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভূক্ত এই দুই টেস্টের প্রথমটি শুরু হওয়ার কথা ১ জানুয়ারী। দ্বিতীয়টি ৯ জানুয়ারী।