Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয় দিয়ে এশিয়া কাপের শুরুটা রাঙাতে চান বাংলাদেশি যুবারা


২৩ ডিসেম্বর ২০২১ ২২:০০

ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পরপরই সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একদিন পর সেখানে শুরু হচ্ছে যুব এশিয়া কাপ। এশিয়া কাপ শেষ হলে বিশ্বকাপ খেলতে আরব আমিরাত থেকে সরাসরি ওয়েস্ট ইন্ডিজ যাবে যুবারা। কাল এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। শুরুতে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক রাকিবুল হাসান।

বিজ্ঞাপন

এশিয়া কাপের শুরুতে জয় ছাড়া অন্য কিছু ভাবার কথাও অবশ্য নয় বাংলাদেশের। গ্রুপ পর্বে বেশ সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে বাংলাদেশসহ বাকি তিনটি দল হলো- শ্রীলংকা, নেপাল ও কুয়েত। গ্রুপ পর্ব থেকে দুটি দল যাবে পরের রাউন্ডে। কাল নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, শক্তির বিচারে যে দলটি বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল লড়াই শুরু হবে বাংলাদেশ সময় কাল সকাল সাড়ে ১১টায়।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার আরব আমিরাতের লক্ষ্যে দেশ ছেড়েছে যুব দল। এক দিনের কোয়ারেন্টাইন শেষ করে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে অধিনায়ক রকিবুল বলছিলেন, প্রথম ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানা ভিডিও বার্তায় বকিবুল বলছিলেন, ‘আগামীকালকে আমাদের এশিয়া কাপের প্রথম ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের জন্য। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতে শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। ভালো ক্রিকেটটা খেলতে চাই। দল খুব ভালো অবস্থায় আছে। সবাই সুস্থ আছে। আজকে আমাদের প্রথম অনুশীলন সেশনটা করেছি। কালকে সবাই মিলে সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব যাতে আমরা ভালো ক্রিকেট খেলি এবং প্রথম ম্যাচটা জিতে শুরু করি।’

কালকের ম্যাচের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত জানালেন অধিনায়ক, ‘একদিন কোয়ারেন্টিনেছিলাম আমরা। আজকে প্রথম অনুশীলন সেশন করেছি। ভালো অনুশীলন হয়েছে। আমরা পুরোপুরি প্রস্তুত কালকের ম্যাচের জন্য।’

শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতের মোকাবিলা করবে বাংলাদেশি যুবারা। শ্রীলংকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে আগামী মঙ্গলবার। এই ম্যাচ দুটি হবে শারজাহয়।

বাংলাদেশ ক্রিকেট যুব এশিয়া কাপ রাকিবুল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর