Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলবোর্নেও ভাগ্য বদলাল না ইংল্যান্ডের


২৬ ডিসেম্বর ২০২১ ১৮:৩৪

অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টেই বড় ব্যবধানে হেরে যাওয়া ইংল্যান্ডকে সিরিজ বাঁচাতে তৃতীয় টেস্টটা জিততেই হবে। ইংলিশরা পারবে কিনা সেটা সময়ই বলে দিবে। তবে শুরুটা হলো বড্ডই বাজে। আগের দুই টেস্টের মতো মেলবোর্নেও শুরুতে বিপদে পড়েছে জো রুটের দল। প্রথম ইনিংসে ১৮৫ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড। পরে ১ উইকেটে ৬১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।

ক্রিসমাসের আনন্দের পর অস্ট্রেলিয়ার সমন্বিত বোলিং আক্রমণের বিপক্ষে সেট হয়েও বারবার উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন ইংলিশ ব্যাটাররা। একমাত্র ফিফটি পেয়েছেন পুরো বছর ধরেই দুর্দান্ত ফর্মে থাকা জো রুট। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, নাথান লায়ন। দুই উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।

বিজ্ঞাপন

রোববার (২৬ ডিসেম্বর) টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। নতুন বলে গতির ঝড় তোলার পরিকল্পনাতেই নিশ্চয় এমন সিদ্ধান্ত অজি অধিনায়কের। নতুন বলে অস্ট্রেলিয়ান পেসাররা ঝড় তুলেছেনও, তার নেতৃত্ব দিলেন কামিন্সই।

পুরো সিরিজ জুড়েই নড়বড়ে হাসিব হামিদকে রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষকের ক্যাচ বানান ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই। ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটারই কামিন্সের শিকার। জ্যাক ক্রাউলে (১২) ও ডেভিড মালানও (১৪) ফিরেছেন কামিন্সের বলেই।

তারপর কোমড় সোজা করে দাঁড়ানোর দায়িত্ব ছিল জো রুটের ওপর। ইংলিশ অধিনায়ক রান করেছেনও। কিন্তু তারপর দলের বিপদে যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন সেটা মানতে পারবেন না অনেকে। মিচেল স্টার্কের বাইরের বল পেছনের পায়ে ভর দিয়ে আলসে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। ফেরার আগে ঠিক ৫০ রান করেছেন ৮২ বল খেলে ৪টি চারের সাহায্য।

বিজ্ঞাপন

বেন স্টোকস ও জনি বেয়ারস্টোও সেট হওয়ার পর অপ্রয়োজনীয় শট খেলে আউট হয়েছেন। স্টোকস ৬০ বলে ২ চার ১ ছয়ে ২৫ রান করে ফিরেছেন। বেয়ারস্টো ৭৫ বলে ৩টি চারের সাহায্যে ৩৫ রান করে ফিরেছেন। এই দুজন ফেরার সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১৫৯/৮। তবুও ইংলিশদের স্কোরটা দুইশর কাছাকাছি গেল রবিনসন ও জ্যাক লিচের শেষ দিকের অল্প প্রতিরোধে। ২৬ বলে ২২ রান করছেন রবিনসন। ১৮ বলে ১৩ রান করেছেন লিচ।

পরে জবাব দিতে নেমে বোলিংয়ের শুরুতেও সাফল্য পায়নি ইংল্যান্ড। ডেভিড ওয়ার্নারের সঙ্গে মার্কাস হ্যারিসের ওপেনিং জুটি ছিল ৫৭ রানে। ওয়ার্নার শেষ বিকেলে ৩৮ রান করে ফিরেছেন জেমস অ্যান্ডারসনের বলে। এরপর আর উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। দিন শেষে ২০ রানে হ্যারিস। নাইটওয়াচম্যান নাথান লায়ন রানের খাতা খুলতে পারেননি।

অ্যাশেজ জো রুট প্যাট কামিন্স মিচেল স্টার্ক

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর