বাজে হারে বছর শুরু রিয়ালের
২ জানুয়ারি ২০২২ ২১:২২
নতুন বছরের শুরুটা একদমই ভালো হলো না রিয়াল মাদ্রিদের। বড়দিনের ছুটি কাটিয়ে গেটাফের মাঠে খেলতে নেমে হার নিয়ে মাঠ ছাড়তে হলো কার্লো আনচেলত্তির দলকে। স্প্যানিশ লা লিগার ম্যাচে নিজেদের ভুলে শুরুতেই পিছিয়ে পড়া রিয়াল শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছে।
ম্যাচের নবম মিনিটে মিলিতাওয়ের শিশুসূলভ ভুলে গোল হজম করে রিয়াল। আক্রমণে উঠা গেটাফে রিয়ালের বক্সের মুখে বল হারিয়ে ফেলেছিল। তবে ব্রাজিলিয়ান তারকা মিলিতাওয়ের অমার্জনীয় ভুলে বল পেয়ে যান গেটাফের তর্কি স্ট্রাইকার এনেস উনাল। গোল করতে ভুল করেননি উনাল।
ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি রিয়াল। তবে অনেক ব্যবধানেই এখনো লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল। ২০ ম্যাচ খেলে শীর্ষে থাকা দলটির পয়েন্ট ৪৬। দুই নম্বরে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৮।
শুরুর ভুলে পিছিয়ে পড়া রিয়াল ১৩ মিনিটে আবারও গোল খেতে বসেছিল, সেটাও নিজেদের ভুলে। বিপজ্জনক সীমানায় ডাভিড আলবার দুর্বল ব্যাকপাস বিপদ ডেকে আনতে পারত। কোনো মতে দলকে রক্ষা করেন থিবো কোর্তোয়া।
খানিক বাদে দুই মিনিটে দুই সুযোগ তৈরি করেছিল রিয়াল। দুবারই হতাশ হতে হয়েছে। লুকা মদ্রিচের কোনাকুনি শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। পরের মিনিটে তার শট বাঁধা পায় ক্রসবারে। ৩৬ মিনিটে আ গজ দূর থেকেও শট লক্ষ্যে রাখতে পারেননি মঁদি।
বিরতির পরও দারুণ ফুটবল খেলেছে রিয়াল। কিন্তু কাজের কাজটি হয়নি। ৭৬ মিনিটে কাসেমিরোর শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। যোগ করা সময়ে দারুণ এক শট নিয়েছিলেন ইসকো। কিন্তু দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।