Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম ঝড়ে সিলেটকে উড়িয়ে দিল ঢাকা

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২ ২১:৫০

ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে লং অন দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দলকে এনে দিলেন জয়। সিলেট সানরাইজার্সের ১৭৬ রানের ছুঁড়ে দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ১১১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন।

লেন্ডল সিমন্সের দুর্দান্ত এক শতকের জবাব আরও দুর্দান্তভাবে দিলেন তামিম ইকবাল খান। সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৮ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা।

চট্টগ্রামে তামিমের বিধ্বংসী সেঞ্চুরি

১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের বোলার ওপর চড়াও তামিম ইকবাল। নিজ নগরীতে চিরচেনা তামিম ইকবাল। শুরু থেকেই ঝড়ো গতিতে রান তুলতে থাকেন টাইগার ওপেনার। ইনিংসের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মোসাদ্দেক হোসেনকে বাউন্ডারি হাঁকিয়ে পূর্ণ করেন অর্ধশতক। মাত্র ২৮ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের ৪৩তম টি-টোয়েন্টি অর্ধশতক।

এরপর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে তামিম। অবশ্য শতক ছোঁয়ার আগেই প্যাভিলিয়নে ফিরতে পারতেন টাইগারদের ওডিআই অধিনায়ক। ১০ম ওভারে মুক্তার আলীর করা পঞ্চম বল ছিল বেশ বাইরের তামিমের ব্যাটের বাইরের কিনারা লেগে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের হাতেও গিয়েছিল কিন্তু তালুবন্দি করে রাখতে পারেননি তিনি। ৭১ রানে জীবন পেয়ে এবার ব্যাট ছোটালেন শতকের দিকে।

এর মধ্যে মোহাম্মদ শাহজাদও পূর্ণ করেন নিজের অর্ধশতক। দুইজনের ব্যাট ভর করে পাহাড়সম রানের লক্ষ্যের দিকে ছুটতে থাকে ঢাকা। ইনিংসের ১৭তম ওভারের তৃতীয় বল আউট সাইড অফে করেন আলাউদ্দিন বাবু। তার বলটি লং অনের ফিল্ডারের বেশ দূর দিয়ে পাঠিয়ে দিলেন বাউন্ডারিতে আর তাতেই ছুঁয়ে ফেললেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার। পূর্ণ করলেন ক্যারিয়ারের চতুর্থ টি-টোয়েন্টি শতক। ওই ওভারের পঞ্চম বলে আলাউদ্দিনকে উড়িয়ে মারতে গিয়ে শাহজাদ ৫৩ রান করে সানজামুলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। আর তাতেই ঢাকার ১০ উইকেটে জয়ের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়।

শেষ বলে স্ট্রাইকে এসে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে অপরাজিত থাকেন তামিম ইকবাল। ৬৪ বলে ১৭টি চার আর ৪টি ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন তামিম। আর অপরপ্রান্তে শূন্য রানে অপরাজিত থাকেন ইমরান উজ্জামান। সিলেটের হয়ে একমাত্র উইকেটটি নেন আলাউদ্দিন বাবু।

এর আগে লেন্ডল সিমন্সের শতকে ভর করে ১৭৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সিলেট সানরাইজার্স।

পড়ুন: সিমন্সের শতকে সিলেটের বড় পুঁজি

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

সিলেট সানরাইজার্স: ২০ ওভার, ১৭৫/৫; (সিমন্স ১১৬, বিজয় ১৮, মিঠুন ৬, ইনগ্রাম ০, বোপারা ১৩, মোসাদ্দেক ১৩*, আলাউদ্দিন ২*); (মাশরাফি ৪-০-২৯-১, রুবেল ৪-০-৩১-০, রাসেল ৩-০-৪৫-১, এবাদত ৪-০-২০-১, কায়েস ৪-০-২৬-১, শুভাগত ১-০-১১-০)

মিনিস্টার গ্রুপ ঢাকা: ১৭ ওভারে, ১৭৭/১; (তামিম ১১১*, শাহজাদ ৫৩, ইমরানুজ্জামান ০*); (তাসকিন ৩-০-২৮-০, সোহাগ ৪-০-৩৬-০, আলাউদ্দিন ২-০-৩২-১ সানজামুল ২-০-২৪-০, মোসাদ্দেক ২-০-২৩-০, বোপারা ৩-০-১৯-০, মুক্তার ১-০-১৫-০)

ফলাফল: ১৮ বল হাতে রেখে মিনিস্টার গ্রুপ ঢাকা ৯ উইকেটে জয়ী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ২০২২ বিপিএল। এবারের বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টপ নিউজ তামিম ইকবাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ বিপিএল সিলেট সানরাইজার্স বনাম মিনিস্টার গ্রুপ ঢাকা


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর