Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএলে অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিক


২৯ জানুয়ারি ২০২২ ২২:৫০

ইনিংসের ১৮তম ওভারের প্রথম দুই বলে চার-ছয় হজম করলেন অভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরী। তারপর কী পণ করলেন কে জানে! পরের তিন বলে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে ফিরিয়ে  বিপিএলের অভিষেকেই হ্যাটট্রিক তুলে নিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ পেসার।

চলতি অষ্টম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এটা প্রথম হ্যাটট্রিক। সব মিলিয়ে বিপিএলে এটা ষষ্ঠ হ্যাটট্রিক। এর আগে টুর্নামেন্টে হ্যাটট্রিক হয়েছে পাঁচটি। তিনটি করেছেন বাংলাদেশি বোলার, তিনটি বিদেশি।

বিজ্ঞাপন

মৃত্যুঞ্জয়ের আগে ২০১৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছিলেন পেসার আল-আমিন হোসেন। ২০১৯ সালের বিপিএলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেছিলেন আলিস আল ইসলাম। তিন বিদেশির মধ্যে পাকিস্তানের মোহাম্মদ সামি ২০১২ সালে, অপর পাকিস্তানি ওয়াহাব রিয়াজ ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ২০১৯ সালের বিপিএলে হ্যাটট্রিক করেন।

শনিবার (২৯ জানুয়ারি) সিলেট সানরাইজার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচে হ্যাটট্রিকম্যান মৃত্যুঞ্জয়ের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। ১৮তম ওভারে বোলিংয়ে এসে এনামুল হক বিজয়কে পেয়েছিলেন সামনে। প্রথম দুই বলে চার-ছক্কা হাঁকান বিজয়। কিন্তু তৃতীয় বলে হাঁকাতে গিয়ে ধরা পড়েন এক্সট্রা কাভারে।

পরের বলে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন মোসাদ্দেক। হ্যাটট্রিক বলে এলবিডব্লিউ হন রবি বোপারা। তারপর তরুণ মৃত্যুঞ্জয়ের উল্লাসটা হলো দেখার মতো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

 

বঙ্গবন্ধু বিপিএল-২০২২ মৃত্যুঞ্জয় চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর