বিপিএল খেলতে ঢাকায় মঈন আলী
২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:২৪
বঙ্গবন্ধু অষ্টম বিপিএলে এখন পর্যন্ত দারুণ এগুচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে দলটি। পঞ্চম ম্যাচ খেলতে নামার আগে হয়তো আরেকটু নির্ভার থাকবে কুমিল্লা। দলটির শক্তি বাড়াতে যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।
বুধবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় এসে পৌঁছেছেন মঈন। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের প্লেয়ার ড্রাফটের আগেই মঈনের সঙ্গে চুক্তি করেছিল কুমিল্লা। কিন্তু ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য এতোদিন কুমিল্লায় যোগ দিতে পারেননি তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন মঈন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড যে দুটি ম্যাচ জিতেছে দুটিতেই ম্যাচ সেরা হয়েছেন মঈন। নিয়মিত অধিনায়ক ইয়ান মর্গান চোট পেলে শেষ তিন টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
দ্বিতীয়বার বিপিএল খেলতে এলেন ইংলিশ অলরাউন্ডার। এর আগে ২০১৩ সালের বিপিএল খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে। সেবার অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। পাঁচ ম্যাচ খেলে ওভারপ্রতি ৯ রান করে দিয়ে উইকেট নিয়েছিলেন তিনটি। ব্যাট হাতে ৪ ইনিংসে ৪৬ রান করেছিলেন তিনি। তবে এবারের গল্পটা ভিন্ন হতেই পারে, কারণ মঈন যে আছেন দুর্দান্ত ফর্মে।
কুমিল্লার হয়ে গত কয়েক ম্যাচ বিদেশি হিসেবে ফাফ ডু প্লেসি, ক্যামেরন ডেলপোর্ট ও করিম জানাত খেলেছেন। মঈন যোগ দেওয়াতে করিম জানাতের ওপর হয়তো কোপটা পড়বে। ক্যারিবিয়ান তারকা সুনিল নারিনও আছেন কুমিল্লার শিবিরে। অবশ্য চোটের কারণে এখনো মাঠে নামা হয়নি তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/