পার্থে প্রথম দিন স্বস্তিতে ইংলিশরা
১৪ ডিসেম্বর ২০১৭ ১৮:৪২
সারাবাংলা ডেস্ক
অ্যাশেজের তৃতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থের ওয়াকায় প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৩০৫ রান তুলেছে সফরকারী ইংল্যান্ড। সেঞ্চুরি করে অপরাজিত আছেন ডেভিড মালান।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংলিশরা। ওপেনার অ্যালিস্টার কুককে (৭) এলবির ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান মিচেল স্টার্ক। এরপর জুটি গড়েন আরেক ওপেনার মার্ক স্টোনম্যান এবং তিন নম্বরে নামা জেমস ভিঞ্চ। ভিঞ্চ হ্যাজেলউডের বলে টিম পেইনের তালুবন্দি হওয়ার আগে করেন ২৫ রান।
১১০ বলে ১০টি চারের সাহায্যে ৫৬ রানের ইনিংস খেলেন স্টোনম্যান। দলপতি জো রুট করেন ২০ রান। প্যাট কামিন্সের বলে পেইনের হাতে ধরা পড়েন তিনি। ডেভিড মালান আর জনি বেয়ারস্টো এরপর জুটি গড়েন।
মালান ১৭৪ বলে ১৫টি চার আর একটি ছক্কায় অপরাজিত থাকেন ১১০ রানে। আর বেয়ারস্টো ১৪৯ বলে ১০টি বাউন্ডারিতে ৭৫ রান করে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক দুটি উইকেট নেন। একটি করে উইকেট তুলে নেন জস হ্যাজেলউড এবং প্যাট কামিন্স।
সারাবাংলা/এমআরপি/১৪ ডিসেম্বর ২০১৭