সিলেটের বিপক্ষে আগে বোলিংয়ে কুমিল্লা
৯ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২০
বঙ্গবন্ধু অষ্টম বিপিএল থেকে সিলেট সানরাইজার্সের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। ছিটকে যাওয়া দলটির বিপক্ষে আজ নিজেদের অবস্থানকে শক্ত করার মিশন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সানরাইজার্সের মাঠের লাড়াই শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
এর আগে আট ম্যাচে মাত্র একটা জয় পাওয়া সিলেট অনেক আগে থেকেই পয়েন্ট টেবিলে সবার নিচে। অপর দিকে কুমিল্লার প্লে-অফ অনেকটা নিশ্চিত। ইমরুল কায়েসের নেতৃত্বে তারকাবহুল দলটির এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জিতেছে ৪টিতে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস, মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু পেঈস, আরিফুল হক, সুনিল নারিন, আবু হায়দার রনি, মঈন আলি, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সিলেট সানরাইজার্স একাদশ: কলিন ইনগ্রাম, এনামুল হক, মোহাম্মদ মিঠুন, লেন্ডল সিমন্স, রবি বোপারা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, একেএস স্বাধীন, নাজমুল ইসলাম, সোহাগ গাজী ও মুস্তার আলী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত ২০২২ বিপিএলের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিপিএলের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/