বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি
২১ ফেব্রুয়ারি ২০২২ ১২:২০
আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। তিনটি ওয়ানডে হবে এই ভেন্যুতে। এরপর মার্চের শুরুতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজ। এ দুই সিরিজেই ডিআরএস থাকছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ দিকে এসে মাঠে দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় কেবলই তিন থেকে চার হাজার দর্শককে মাঠে বসে খেলা দেখার অনুমতি পেয়েছিল বিসিবি। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আরও বেশি সংখ্যক দর্শককে মাঠে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সাধারণ দর্শকরা সর্বোনিম্ন একশ পঞ্চাশ টাকায় টিকিট কেটে দেখতে পারবেন খেলা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নানান বিধি নিষেধে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আর তাই তো বিকল্প হিসেবে এডিআরএস ব্যবধার করছে বিপিএল। তবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে নিশ্চিতভাবেই থাকছে ডিআরএস। এব্যাপারটি নিশ্চিত করেছেন, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
চট্টগ্রামে আগামী বুধবার (২৩ ফেব্রুয়ারি) ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে এই সিরিজ। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। এরপর টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলায়। দুটি টি-টোয়েন্টির প্রথমটি বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
ওয়ানডে সিরিজ—
১ম ওয়ানডে, বুধবার (৩ ফেব্রুয়ারি), সকাল ১১টায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২য় ওয়ানডে, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি), সকাল ১১টায়, সকাল ১১টায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩য় ওয়ানডে, সোমবার (২৮ ফেব্রুয়ারি), সকাল ১১টায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
টি-টোয়েন্টি সিরিজ—
১ম টি-টোয়েন্টি, বৃহস্পতিবার (৩ মার্চ), দুপুর ৩টায়, মিরপুর শের-ই-বাংলা, ঢাকা।
২য় টি-টোয়েন্টি, শনিবার (৫ মার্চ), দুপুর ৩টায়, মিরপুর শের-ই-বাংলা, ঢাকা।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
ওয়ানডে সিরিজ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম আফগানিস্তান সূচি