Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামেই ইয়াসিরের রঙিন স্বপ্নপূরণ


২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৪২

চট্টগ্রাম থেকে: ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল আগের দিনই। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়ের মধ্যে একজনের অভিষেকের বার্তা দিয়েছিলেন। দুজনের মধ্যে ইয়াসির যে এগিয়ে ছিল সেটা বুঝাই যাচ্ছিল। সেটারই প্রতিফলন দেখা গেল আজ। ১৩৭তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ ওয়ানডে দলে অভিষেক হয়েছে ইয়াসির আলী রাব্বির।

অভিষেকের জন্য অনেকটাই অপেক্ষা করতে হলো মিডলঅর্ডার এই ব্যাটারকে। ২০১৯ সালের বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে সর্বপ্রথম ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছিলেন। সেই সিরিজে একাদশে ডাক পাননি। তারপরও বেশ কয়েকবার স্কোয়াডে ডাক পেলেও একাদশে ডাকা হয়নি।

বিজ্ঞাপন

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, না খেলানো হলেও দলের সঙ্গে রেখে সেখানো হচ্ছে ইয়াসিরকে। সেই ‘শিক্ষাপর্ব’ আপাতত শেষ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অবশেষে একাদশে ডাক পেলেন তিনি। ইয়াসিরের জন্য নিশ্চয় স্বস্তির।

চট্টগ্রামে অভিষেক হওয়াটাও হয়তো স্বস্তির! চট্টগ্রামের নোয়াজিষপুরে জন্ম ইয়াসিরের। বেড়ে উঠা এই শহরেই। গত নভেম্বরে টেস্ট অভিষেকটাও হয়েছিল এই চট্টগ্রামেই। আজ সেখানেই পেলেন ওয়ানডের ক্যাপ।

আগের দিন তামিম ইকবাল বলছিলেন, ‘ইয়াসির গত কয়েক বছর ধরে ভালো খেলছে, সুযোগ পেলেই কাজে লাগাচ্ছে। দেখা যাক কে ব্যাট করে।’

এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনটি টেস্ট খেলা ইয়াসির লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭৭ ম্যাচে ৩৪.৭৭ গড়ে ১৮৭৮ রান করেছেন।

ইয়াসির আলী রাব্বি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর