Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পয়েন্ট হারিয়ে হতাশ তামিম


২৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:৩২

চট্টগ্রাম থেকে: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষটা ভালো হলো না। প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ ম্যাচে হারতে হলো বড় ব্যবধানে। এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ। ফলে সিরিজ জিতলেও শেষ ম্যাচ হেরে গুরুত্বপূর্ণ ১০টা পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। বিষয়টিতে স্বাভাবিকভাবেই হতাশ অধিনায়ক তামিম ইকবাল।

সিরিজ আগে নিশ্চিত হলেও এই ম্যাচ জিততে বাংলাদেশ যে মরিয়া ছিল সেটা একাদশ দেখেই বুঝা যায়। মাহমুদুল হাসান জয়, ইবাদত হোসেন, নাসুম আহমেদরা ওয়ানডে অভিষেকের অভিষেকের অপেক্ষায় থাকলেও উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ। সেরা একাদশ নিয়েই মাঠে নামে স্বাগতিকরা। বাংলাদেশ দলের পক্ষ থেকে বারবার বলাও হয়েছে। কিন্তু শেষ ম্যাচ জিততে পারেনি মরিয়া বাংলাদেশ।

বিজ্ঞাপন

আগে ব্যাটিং করতে নেমে ১৯২ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। চট্টগ্রামের উইকেটে এতো অল্প রান যে যথেষ্ট না পরে সেটা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিয়েছেন আফগানরা। ৫৯ বল হাতে রেখে সাত উইকেটের জয় নিশ্চিত করেন সফরকারীরা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, ‘আজকে আমরা খুব হতাশ। এর আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষেও একই অবস্থানে ছিলাম, সেখানেও আমরা শেষ ম্যাচে জিততে পারিনি।’

তিনি বলেন, ‘আমরা শুরুতে ভালো খেলেছি, কিন্তু মাঝে এসে ছন্দ হারিয়েছি। লিটনও ভুল সময়ে আউট হয়েছেন। ও ভালোই খেলেছিল এবং ফর্মে ছিল। এটা সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। যদিও আমরা সিরিজ জিতেছি, তবে পুরো পয়েন্ট পাওয়াটা জরুরি ছিল। কারণ এটা ওয়ানডে সুপার লিগের অংশ।’

বিজ্ঞাপন

আজ ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুলবাজ। অপরাজিত ১০৬ রানের দারুণ এক ইনিংস খেলে আফগানদের জয় নিশ্চিত করেছেন তিনি। অথচ গুলবাজকে ফেরার সুযোগ শুরুতেই এসেছিল। স্লিপে তার সহজ ক্যাচ নিতে পারেনি ইয়াসির আলি রাব্বি।

তামিম অবশ্য সেসব না ভেবে গুলবাজকে পুরো কৃতিত্বই দিচ্ছেন। তামিম বলেন, ‘কোন অজুহাত না, যখন ওরা (আফগানিস্তান) ব্যাটিং করছিল, প্রথম ২০ ওভারে ভালো বল হচ্ছিলো। আমরা চেষ্টা করেছি এবং তারপর ম্যাচ বেরিয়ে গেছে। গুরবাজ যেভাবে ব্যাটিং করেছে তাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। ও সুযোগ দিয়েছিলেন কিন্তু আমরা নিতে পারিনি।’

তামিম ইকবাল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর