Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরোয়া টুর্নামেন্টগুলো এখন সূচি অনুযায়ীই হবে: সিসিডিএম চেয়ারম্যান


৭ মার্চ ২০২২ ২৩:২১ | আপডেট: ৮ মার্চ ২০২২ ১৭:২০

গত ডিসেম্বরে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সালাহ উদ্দিন চৌধুরী। প্রথমবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পর গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব পাওয়ার কয়েক মাসের মধ্যেই সালাহ উদ্দিন চৌধুরীর বেশ কয়েকটি উদ্যোগ প্রসংশা কুড়িয়েছে। সারাবাংলার সঙ্গে আলাপকালে জানালেন, এখন থেকে ক্যালেন্ডার অনুযায়ীই অনুষ্ঠিত হবে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলো।

বিজ্ঞাপন

১৫ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। দক্ষিণ আফ্রিকা সফরের কারণে লিগ শুরুর সময়ে খেলতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। সালাহ উদ্দিন চৌধুরী বললেন, সূচী ঠিক রাখতে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য অপেক্ষা করার সুযোগ নেই। বাংলাদেশ ক্রিকেট বোার্ডের (বিসিবি) নতুন প্রোজেক্ট টাইগার ক্রিকেট নিয়ে বড় আশার কথাও জানালেন তিনি।

https://youtu.be/ydPDl0DEdCw

বিসিবি সালাহ উদ্দিন চৌধুরী সিসিডিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর