হতাশার অতীত পাল্টাতেই দ. আফ্রিকা যাব আমরা: তামিম
৯ মার্চ ২০২২ ১৬:৩৮
দক্ষিণ আফ্রিকার মাটিতে দলটির বিপক্ষে এখনো জিততে পারেনি বাংলাদেশ। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে জয় মিলেনি একটিও। আরেকটা দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বললেন, এবার জিততেই যাচ্ছেন টাইগাররা।
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ আগে, তারপর টেস্ট সিরিজ।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের লক্ষ্য কি থাকবে? এমন প্রশ্নে আজ বুধবার (৯ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম সাংবাদিকদের বলেন, ‘দেখুন, ওয়ানডে ক্রিকেটে আমরা এমন একপর্যায়ে আছি, জেতা ছাড়া অন্য কিছু বলাটা আমার উচিত হবে না। অবশ্যই জেতার লক্ষ্য নিয়েই আমরা যাব। আবার এটাও সত্য, কাজটা কঠিন। ওখানে আমাদের রেকর্ডও তেমন ভালো না। কিন্তু রেকর্ড বিষয়টাই এমন, যেকোনো মুহূর্তেই তা পাল্টে যেতে পারে। এটার দারুণ উদাহরণ ছিল, নিউজিল্যান্ডে টেস্ট, যেখানে আমরা কোনো সংস্করণে ভালো খেললেও তা পাল্টাতে পেরেছি।’
একটা সময় ‘ভালো খেলা’র লক্ষ্য নিয়ে বিদেশ যাত্রা করত বাংলাদেশ দল। কিন্তু সেই দিল পাল্টেছে অনেক আগেই। কিছুদিন আগেই নিউজিল্যান্ডের মতো দেশে গিয়ে টেস্ট জিতেছে বাংলাদেশ। টাইগাররা এখন জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।
তামিম জানালেন, দক্ষিণ আফ্রিকায় এই লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম করবে তার দল, ‘এটা না যে আমি কখনো বলে যাব, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই—১০ বছর আগে হয়তো যেটা বলতাম। না, আমি অবশ্যই জিততে চাই ওখানে। সে জন্য যা যা করার দরকার করব। এরপর ফল পক্ষে এলে খুব ভালো, না হলে আমরা আরও কঠোর পরিশ্রম করব।’
দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত জিততে না পারার প্রশ্নে তামিম বলেন, ‘জিততে পারে, এটা কিন্তু আমরা বিভিন্ন সংস্করণে প্রমাণ করছি। নিউজিল্যান্ডের কথাই ধরুন, ৩০-৩২টা ম্যাচ আমরা জিততে পারিনি। কিন্তু ওই দলটা কিন্তু এটা পাল্টেছে। আশা করি, এই দলটাও (দক্ষিণ আফ্রিকায়) তা পাল্টাতে পারবে। আমি আমার দল নিয়ে একটা বিষয় বলতে পারি, সবাই বিশ্বাস করে আমরা ভালো করতে পারব।’
১৮ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৩০ মার্চ।