Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসি র‌্যাংকিংয়ের সেরা দশে নাসুম


৯ মার্চ ২০২২ ১৯:০৮ | আপডেট: ৯ মার্চ ২০২২ ১৯:১২

অভিষেকের পর থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন তরুণ অফস্পিনার নাসুম আহমেদ। সর্বশেষ আফগানিস্তান সিরিজেও দারুণ বোলিং করেছেন তরুণ স্পিনার। যার পুরস্কার পেলেন হাতেনাতেই। আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে ঢুকে পড়েছেন নাসুম।

বুধবার (৯ মার্চ) টি-টোয়েন্টির সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ৬৩৭  রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবার বোলিং ক্যাটাগরির দশ নাম্বারে উঠে এসেছেন বাংলাদেশি তরুণ।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন নাসুম। মাত্র ১০ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তরুণ অফস্পিনার। বাংলাদেশ ম্যাচ জিতে ৬১ রানের বড় ব্যবধানে।

বিজ্ঞাপন

এদিকে, ব্যাটিং র‌্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে লিটন কুমার দাসের। আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে ৬০ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলা লিটন ব্যাটিং র‌্যাংকিংয়ে এগিয়েছেন ২৬ ধাপ। ৪৯তম স্থানে উঠে এসেছেন তিনি।

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর