প্রিমিয়ার লিগের শুরুতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বড় হার
১৫ মার্চ ২০২২ ১৭:২৪
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরকে সামনে রেখে তারুণ্যনির্ভর দল গড়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের সফলতম দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম ম্যাচে সুবিধা করতে পারল না তারুণ্যনির্ভর দলটি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১৪৭ রানের বড় ব্যবধানে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
একঝাঁক তরুণকে নিয়ে দল সাজানো গাজী গ্রুপ ক্রিকেটার্সকে আজ ব্যাটিং-বোলিং দুই বিভাগই ডুবিয়েছে। প্রথমে ব্যাটিং করে ২৯১ রানের বড় সংগ্রহ গড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। পরে জবাব দিতে নেমে ১৪৪ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
মঙ্গলবার (১৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক আকবর আলী। এই সিদ্ধান্তটাতেই বেশি ভুগতে হলো কিনা কে জানে!
আগে ব্যাটিং করে রীতিমতো রান উৎসব করেছে রূপগঞ্জের ব্যাটিং লাইনআপ। ৫০ রানে দুই ওপেনারকে হারানো রূপগঞ্জের শুরুটা অবশ্য খুব ভালো হয়নি। তবে দলটির মিডল অর্ডার আজ জ্বলে উঠেছে দারুণভাবে। অধিনায়ক নাইম ইসলাম কাছে গিয়েও সেঞ্চুরি মিস করেছেন। রান পেয়েছেন বিদেশি চিরাগ জানি ও সাব্বির রহমান রুম্মন।
নাইম ১১৪ বল খেলে ৬টি চার ১টি ছয়ে ৯২ রান করেছেন। চিরাগ জানি ৪৪ বল খেলে ৪৭ রান করেছেন। এছাড়া সাব্বির মাত্র ২৫ বল খেলে ৫টি চার ১টি ছয়ে ৪২ রান করেছেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে রূপগঞ্জ। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে কাজী অনিক ইসলাম ৩টি, আলমগীর হোসেন ২টি করে উইকেট নিয়েছেন।
বড় সংগ্রহের জবাব দিতে নেমে যেন হুড়মুড় করে ভেঙে পড়ল গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটিং লাইনআপ! স্পিনার আরাফাত সানি ওপেনিং করতে নেমেছিলেন মেহেদি মারুফের সঙ্গে। ২ রান তুলতেই ভেঙেছে এই জুটি। পরে দাঁড়াতে পারেননি আর কেউই।
বলার মতো রান করতে পেরেছেন কেবল মাহমুদুল হাসান ও অধিনায়ক আকবর আলী। মাহমুদুল ৪৪ বলে ৩৩ রান করেছেন। আকবর ৩৮ বলে করেছেন ২৯ রান। ৩০.৪ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সঞ্জিত সাহা ও তানবির হায়দার। ৯২ রানের ইনিংসটি খেলার জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের নাইম ইসলাম।
এদিকে, দিনে লিগের অপর ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে ৫০ রানের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাটিং করে ২৬৫ রান তোলে প্রাইম ব্যাংক। পরে ২১৫ রানে গুটিয়ে যায় সিটি ক্লাব।