Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ অ্যালবি মরকেল


১৫ মার্চ ২০২২ ১৮:৩২

বাংলাদেশ জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিটেকার অ্যালবি মরকেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন তিনি। ইতোমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার।

মঙ্গলবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘মরকেল খুবই অভিজ্ঞ একজন। আমরা আশা করছি ব্যাটাররা উপকৃত হবে।’

বিজ্ঞাপন

অল্প সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকানদের নিয়ে বাংলাদেশের কোচিং প্যানেলে বেশ কিছু পরিবর্তন দেখা গেল। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকান কোচ অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করেছেন বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে। তারপর দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালন ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। এবার কোচিং প্যানেলে যুক্ত হলেন আরেক দক্ষিণ আফ্রিকান অ্যালবি মরকেল।

ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশি ব্যাটারদের রান তোলার গতি নিয়ে প্রশ্ন বহু পুরনো। গত বিপিএলের পর একজন পাওয়ার হিটিং কোচ নিয়োগের আলোচনা উঠেছিল। অ্যালবি মরকেলকে দিয়ে এই যাত্রা শুরু করল বাংলাদেশ।

উল্লেখ্য, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৮ মার্চ। এর আগে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশি ক্রিকেটারদের।

অ্যালবি মরকেল জালাল ইউনুস বিসিবি

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর