চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ
১৮ মার্চ ২০২২ ০২:২২
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- তিন ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত মোট ১৯ ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু জয়ের খাতা শূন্য। এখন পর্যন্ত একবারও দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হারাতে পারেনি টাইগাররা। এই অপূর্ণতা ঘোচনার লক্ষ্য এবার।
দক্ষিণ আফ্রিকায় পুরোপুরি বিপক্ষ কন্ডিশনে খেলতে হয় বাংলাদেশি ক্রিকেটারদের। গতিময় উইকেট, ছোট মাঠ, স্পিনারদের জন্য বধ্যভূমি! বাংলাদেশের ক্ষেত্রে যা পুরো বিপরীত। শক্তির বিচারেও এগিয়ে দক্ষিণ আফ্রিকা। সব মিলিয়ে স্বাভাবিকভাবেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। তামিম ইকবাল বলছেন, এই চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছে তার দল।
রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। তার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে খেলার অভিজ্ঞতা বেশি নেই। এখানে খেলাটা তাই বেশ চ্যালেঞ্জিং হবে। এ মাঠে অনেক রান হয়। মাঠের আকৃতি ছোট, আউটফিল্ড খুব দ্রুত। পরিসংখ্যানের দিকে তাকালে বলতেই হবে এটা রানের মাঠ। কিন্তু আমাদের মাঠে ভালো করতে হবে। আর আমরা এ চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’
তামিম বলেন, ‘আমরা জানি ওরা আমাদের ওপর শক্তভাবে ঝাঁপিয়ে পড়বে, কোনো সন্দেহ নেই। এই দিকটায় আমাদের ভালোভাবে সামলাতে হবে। সম্প্রতি ওদের সঙ্গে ভালো খেলেছি, যেমন বিশ্বকাপে। এখানে ভালো করতে না পারার কোনো কারণ নেই।’
এবারের সফরে খুব বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি ক্রিকেটাররা। গুরুত্বপূর্ণ সিরিজের আগে মাত্র চার দিন অনুশীলনের সুযোগ পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা।
তামিম বলছেন, বিষয়টি অনেকটা নির্ভর করবে মানসিকতার ওপর। তিনি বলেন, ‘আমরা প্রায় তিন-চারটা অনুশীলন সেশন করেছি। এর মধ্যে আমরা যতটা পারি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করেছি। কিন্তু আমরা এই কন্ডিশনে সব সময় খেলি না। কয়েকটা অনুশীলন সেশনে কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারব না। বিষয়টা নির্ভর করবে মানসিকতার ওপর। মানসিকভাবে কতটুকু তৈরি থাকবেন লড়াইয়ের জন্য, সেটা গুরুত্বপূর্ণ।’