Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ম্যাচে হেরে গেল রূপগঞ্জ টাইগার্স


১৮ মার্চ ২০২২ ২২:৪২

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরুটা দুর্দান্ত হয়েছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের। লিগের উদ্বোধনী দিনে হট ফেভারিট আবাহনী লিমিটেডকে হারিয়ে দিয়েছিল দলটি। কিন্তু সেই ধারাটা অব্যাহত থাকল না। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮৬ রানে হেরেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

এনামুল হক বিজয় ও নাসির হোসেনের সেঞ্চুরিতে প্রথমে রান পাহাড়ে চাপা পড়েছিল রূপগঞ্জ। দুই সেঞ্চুরিতে ৩১৪ রানের পাহাড় গড়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। পরে এতো বড় স্কোর তাড়া করতে পারেনি রূপগঞ্জ। ২২৮ রানে গুটিয়ে গিয়ে ৮৬ রানে ম্যাচ হেরেছে দলটি।

বিজ্ঞাপন

সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির ৪ নাম্বার মাঠে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতে রীতিমতো রান উৎসব করেছে প্রাইম ব্যাংকের ব্যাটাররা। শুরুটা অবশ্য ভালো হয়নি। ওপেনার শাহাদাত দিপু (০) ও তিনে নামা অভিমন্যু ইশ্বরন (২১) সুবিধা করতে পারেননি। তবে সেটা বুঝতেই দেননি অপর ওপেনার এনামুল হক বিজয় ও চার নম্বরে নামা নাসির হোসেন।

তৃতীয় উইকেটে ১৯৬ রান তোলেন দুজন। দুজনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন। যাতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান তোলে প্রাইম ব্যাংক।

এই রান তাড়া করে জিততে হলে পরে বিশেষ কিছুই করতে হতো রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে। পারেননি দলটির ব্যাটাররা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির হোসেন ও অপরাজিত বাবার ব্যাটে ১ উইকেটে ১২০ রান তুললেও পরে আর গতিটা ধরে রাখতে পারেনি রূপগঞ্জ।

পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৪.২ ওভারে ২২৮ রানে গুটিয়ে গেছে দলটি। অপরাজিত বাবা ৯৩ বল খেলে ৭৯ রান করেছেন ৭টি চারের মারে। জাকির ৫৯ বল খেলে ৬টি চার ২টি ছয়ের সাহায্যে ৬৩ রান করেছেন। প্রাইম ব্যাংকের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান। অলক কাপালি ৪২ রানে তিন উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, দিনের অপর ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪৯ রানের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইমরুল কায়েসের দারুণ এক সেঞ্চুরিতে (১২২) ২৯৭ রান তুলেছিল প্রথমে ব্যাটিং করতে নামা শেখ জামাল। পরে ২৪৯ রানে থেমে যায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

ডিপিএল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর