Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকায় ২৭ আগস্ট থেকে এশিয়া কাপ


১৯ মার্চ ২০২২ ১৮:৪৪ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৮:৪৬

আসন্ন এশিয়া কাপ পাকিস্তানের পরিবর্তে যে শ্রীলংকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তা আগেই জানা গিয়েছিল। এবার শুরুর তারিখও জানা গেল। শ্রীলংকায় আগামী ২৭ আগস্ট শুরু হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইটি।

শনিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টম্বর পর্যন্ত চলবে এবারের এশিয়া কাপ।

এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান সরাসরি খেলবে এই টুর্নামেন্টে। অন্য একটি দল টুর্নামেন্টে অংশ নিবে বাছাই পর্ব পেরিয়ে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংকে নিয়ে বাছাই পর্ব শুরু হবে ২০ আগাস্ট থেকে।

বিজ্ঞাপন

এশিয়া কাপের পরপরই মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে হিসেবে বিশ্বকাপের কথা চিন্তা করে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

করোনাভাইরাসের কারণে গতবার মাঠে গড়াতে পারেনি এশিয়া কাপ। ১৯৮৪ সালে শুরু হওয়া টুর্নামেন্টটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। সেবার চ্যাম্পিয় হয়েছিল ভারত। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম আসর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর