Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহামেডান-ব্রাদার্সের জয়


১৯ মার্চ ২০২২ ২০:১৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের শুরুটা হয়েছিল হার দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ের হাসি হাসল দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে আজ ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।

লো স্কোরিং ম্যাচে আম্পায়ারিং নিয়ে অসন্তোষের ঘটনা দেখে গেছে। মোহামেডানের রনি তালুকদারের বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করেও সাড়া না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন খেলাঘরের পেসার হোসেন আলী। সৌম্য সরকারের বিপক্ষেও কট বিহাইন্ডের আবেদন করেছিলেন খেলাঘরের অপর বোলার মাসুম খান। আম্পায়ার সাড়া না দিলে তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন খেলাঘরের ক্রিকেটাররা। এই সৌম্যই পরে মোহামেডানকে জিতিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৯ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাফিজ, নাজমুল ইসলাম অপু ও শুভাগত হোমের স্পিনে ১৪৮ রানেই গুটিয়ে যায় খেলাঘর। তবে এই রানটা তুলতেই পরে কঠিন লড়াই করতে হয়েছে মোহামেডানকে।

দলীয় ১৫ রানে দুই উইকেট হারায় দলটি। ৪৭ রানের মাথায় পারভেজ হোসেন ইমন ফিরে গেলে চাপ বাড়ে মোহামেডানের। এরপর সৌম্য হাল ধরেন। যুব দলের তরুণ আরিফুল হককে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেটে ৭২ রান তোলেন। আরিফুল ৩০ রান করে আউট হলেও শেষ পর্যন্ত ১০০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন সৌম্য। ৪০.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫০ রান তুলে ফেলে মোহামেডান। দলটির হয়ে ১০ ওভারে মাত্র ১৮ রান খরচায় চার উইকেট নেওয়া নাজমুল অপু পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

লিগে দিনের অপর ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপিতে আনিসুল ইসলাম ইমন, তাসামুল হক ও সিকান্দার রাজা ৬ উইকেট হারিয়ে ২৮০ রান তোলে আগে ব্যাটিং করা ব্রাদার্স। ৬৫ বলে ৩টি চার ৪টি ছয়ে ৭৪ রানে অপরাজিত ছিলেন সিকান্দার রাজা। তাসামুল হক ৬৮ ও আনিসুল ইসলাম ইমন ৫১ রান করেন।

বিজ্ঞাপন

পরে ৪৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ২৮১ রান তোলে ব্রাদার্স। আহমেদ সাদেকুর ৭৩ বলে সর্বোচ্চ ৮৪ রান করেন। ইমতিয়াজ হোসেন ৮৭ বলে ৭৩ রান করেছেন। মাইশুকুর রহমানের ব্যাট থেকে এসেছে ৪৮ রান।

ডিপিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মোহামেডান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর