Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ সেরা তাসকিনকে তামিম ‘এটা আইপিএলের চেয়ে বড়’


২৪ মার্চ ২০২২ ০০:৪৪

এক হাতে ম্যাচ সেরার পুরস্কার, অন্য হাতে সিরিজ সেরার পুরস্কার। একটু পর পর দুই ট্রফির দিকে তাকাচ্ছেন আর অনবরত হাসছেন তাসকিনে আহমেদ। বাংলাদেশের দীর্ঘদেহী পেসারকে দেখে তখন মনে হচ্ছিল, সেই মুহূর্তে তিনি যেন দুনিয়ার অন্যতম সুখী মানুষ! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তখন পাশেই দাঁড়িয়ে ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের হাতে তালি লেগেই ছিল। একটা সময় তাসকিনের দিকে এক পা এগিয়ে এসে বললেন ‘আইপিএল, আইপিএল… এটা আইপিএলের চেয়ে বড়।’ তাসকিনের আনন্দ যেন তাতে আর একটু বাড়ল। মাথা নেড়ে বললেন, ‘হ্যাঁ ভাই।’

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল থেকে ডাক এসেছিল তাসকিন আহমেদের। যেখানে অর্থের ঝনকানি, চাকচিক্য সবই ছিল। কিন্তু জাতীয় দলের খেলা আছে বলে আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন তাসকিন। আজ পুরস্কার বিতরণী আয়োজনে সেই প্রসঙ্গটা টেনে তাসকিনকে আরেকটু গর্বিত করতে চাইলেন হয়তো তামিম।

শুধু তাসকিন এবং তামিম নয় বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের সবার মুখেই আজ চওড়া হাসি। তিন ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই দেশে এর আগে ১৯ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা জিতলে যেন হাফ ছেড়ে বাঁচল অনেকে ‘যাক বাবা, অন্তত একটা জয় এলো।’। কিন্তু সেই জয়ের কদিন পরই প্রোটিয়াদের আরেকবার হারিয়ে বাংলাদেশ যে সিরিজ জিতে নিবে সেটা কে-ই বা ভেবেছিলেন। তাসকিন, তামিমরা আজ সেটাই করে দেখিয়েছেন।

বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়ানে মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তাসকিন। তারকা পেসারের আগ্রসনে ১৫৪ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে তামিম ইকবালের ৮২ বলে অপরাজিত ৮৭ রানের কল্যাণে ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

তাসকিন তিন ওয়ানডেতে ওভারপ্রতি ৪.৮৬ রান খরচ করে ৮ উইকেট তুলে নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। এই আট উইকেটের আজকেই পাঁচ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ নির্ধারণী ম্যাচের ম্যাচ সেরাও। তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে ১২৯ রান করে তামিম ইকবাল হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রহক।

পুরস্কার বিতরণী আয়োজনে তাসকিন বলছিলেন, ‘আমি খুব খুশি ও গর্বও অনুভব করছি। দক্ষিণ আফ্রিকায় আমরা এই প্রথম সিরিজ জিতলাম। এই প্রথম আমি আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যান অব দ্য সিরিজ হলাম। আমি খুব গর্বিত ও খুশি। প্রতি ম্যাচে আমাকে অধিনায়ক সমর্থন জুগিয়ে গেছেন। আমাকে সাধারণ একটা দায়িত্ব দিয়েছেন, পরিষ্কারভাবে সেই দায়িত্বের কথা বলেও দিয়েছেন। গতি থাকতে হবে এবং আক্রমণাত্মক হতে হবে। একই সঙ্গে অধিনায়ক বলেছেন, উইকেট নেওয়ার চেষ্টা করতে হবে। আমি সেটাই অনুসরণ করেছি।’

বিজ্ঞাপন

তামিম ইকবাল বলছিলেন, ‘আমি খুবই গর্বিত। বিশেষ করে বাংলাদেশি একজন ফাস্ট বোলার এখানে পাঁচ উইকেট নিয়েছে, সিরিজ সেরা হয়েছে এবং সিরিজ জয়। আমি খুব বেশি কিছু বলতে পারছি না। সবাই মনে করে যে বাংলাদেশ স্পিন নির্ভর দল, কিন্তু গত দুই বছরে আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত পারফর্ম করেছে।’

তামিম ইকবাল তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর