Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোচদের সমালোচনা গণমাধ্যমে হয়, আমরা করি না: পাপন


২৪ মার্চ ২০২২ ২২:০৭

রাসেল ডমিঙ্গো বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্বে থাকছেন নাকি ছাঁটাই করা হচ্ছে- ক্রিকেটপাড়ায় এই আলোচনা অনেক দিনের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভয়াবহ বিপর্যয়ের পর দক্ষিণ আফ্রিকান এই কোচকে নিয়ে বহু কথা উঠেছিল। তবে সম্প্রতি সেই ডমিঙ্গোর অধিনেই দারুণ সাফল্য পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, কোচিং স্টাফকে নিয়ে তার সংশয় ছিল না কখনোই।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ব্যর্থতা এবং তারপর পাকিস্তান সিরিজে একতরফা হারের পর ডমিঙ্গোকে নিয়ে প্রশ্ন উঠে সবখানে। বোর্ডের দায়িত্বরত অনেকেও ডমিঙ্গোকে নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ডমিঙ্গোর অধিনে বড় দুই সাফল্য পেলো বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিতেছে বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকায় জিতল ওয়ানডে সিরিজ।

অবিস্মরণীয় এই অর্জনের আনন্দে মাতোয়ারা বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। বৃহস্পতিবার (২৪) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে ডমিঙ্গো প্রসঙ্গ উঠল।

পাপন বলেন, ‘আমরা বোর্ড কখনই তাদের (কোচিং স্টাফ) নিয়ে কিছু বলিনি। আপনারা করেছেন (সমালোচনা)। গণমাধ্যম করছে, করেন আমরা কি বলব এখানটায়? আপনারা কেন করেন আপনারাই জানেন।’

‘আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল এই কোচিং স্টাফ বদলানো হবে কিনা। এটা ছিল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি২০ হারার পর। আমি বলেছিলাম ওয়ানডেতে যে কোচিং স্টাফ ছিল, প্রথম টি-টোয়েন্টি যেটা জিতলাম সেখানেও যে কোচিং স্টাফ ছিল। এবারও সেটাই আছে। আমরা তো কোন চেঞ্জ করিনি। একবার জিতেছে, আরেকবার হেরে গেছে। এসব ব্যাপার আমাদের কাছে কোন ইস্যুই না।’- যোগ করেছেন বিসিবি সভাপতি।

অবিস্মরণীয় এই জয়ের পুরো কৃতিত্ব ক্রিকেটার, কোচিং প্যানেল আর টিম ম্যানেজমেন্টকে দিলেন পাপন। বলেছেন বোর্ডের চেয়ে খেলোয়াড়, কোচদের কৃতিত্বই এখানে বেশি, ‘বোর্ড কী করতে পারে? বোর্ডের কিন্তু হারা জেতার সাথে কোনো সম্পর্ক নেই। মানে এই জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাই যে, হারা জেতার সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। এই যে জিতলো দল, ভালো খেলল, পুরো কৃতিত্বই হচ্ছে খেলোয়াড় ও কোচিং স্টাফের, আর টিম ম্যানেজমেন্টের যারা ওখানে আছে তাদের।’

বিজ্ঞাপন

নাজমুল হাসান পাপন বিসিবি

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর