বিশ্বকাপ জয়ের স্বপ্ন ডানা মেলল দ. আফ্রিকায়?
২৫ মার্চ ২০২২ ০৩:০৬
দেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ অনেক আগ থেকেই বেশ শক্ত প্রতিপক্ষ। কিন্তু বিদেশে ধুঁকতেই হচ্ছিল। নিউজিল্যান্ডে টেস্ট জেতার পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতে বিদেশেও শক্তির জানান দিল বাংলাদেশ। এই অর্জনে স্বপ্ন এখন অনেক বড়।
এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে টেনে নেওয়া মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহকে একত্রে আহ্লাদে ‘পঞ্চপান্ডব’ নাম দিয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। পাঁচ জনের মধ্যে মাশরাফি বিদায়ের গান শুনছেন। বয়সের হিসেব বলছে বাকি চারজনও আর অনেকদিন খেলতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেট। সিনিয়র ক্রিকেটাররা বলেছেন, অবসরে যাওয়ার আগে ‘বড় কিছু’ জিততে চান। এই বড় কিছু যে বিশ্বকাপ ট্রফি সেটা অনেকবারই খোলাসা করে বলেছেন সিনিয়র ক্রিকেটাররা।
আর বাংলাদেশ যেহেতু ওয়ানডেতে বেশি শক্ত সে হিসেবে ওয়ানডে বিশ্বকাপ জয়ের কথাই আলোচনায়। বড় এই স্বপ্নের আনুষ্ঠানিক যাত্রা হলো কি হলো তবে দক্ষিণ আফ্রিকায়?
বিদেশের মাটিতে, বিপক্ষ কন্ডিশনেও যে জিততে পারে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতে সেটা দুর্দান্ত ভাবেই তো দেখালো বাংলাদেশ। বিশ্বকাপ জেতাও সম্ভব, বাংলাদেশ এখন থেকে সেই স্বপ্ন দেখতেই পারে! হেড কোচ রাসেল ডমিঙ্গো দলের সবার মধ্যে এই বিশ্বাসের বীজ বপন করতে চাইছেন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তেমনটিই জানালেন।
কদিন পর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। ৩১ মার্চ থেকে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ডারবানে। সেঞ্চুরিয়ান ছেড়ে আজই ডারবান যাচ্ছে বাংলাদেশ। তার আগে সাংবাদিকদের সঙ্গে কথ বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেন, ‘কাল ম্যাচ শেষে রাসেল দারুণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, এই সিরিজ জেতার পর তোমাদের মধ্যে যদি বিশ্বকাপ জেতার বিশ্বাসটা না আসে, তাহলে আর কোনো কিছুতে বিশ্বাস করা কঠিন হবে। আমি মনে করি, এটা খুব ভালো বার্তা। আমি মনে করি, এটা দিয়ে শুরু হলো।’
দক্ষিণ আফ্রিকায় গিয়ে এর আগে দলটির বিপক্ষে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলে একবারও জিতেনি বাংলাদেশ। এবার পাঁচ দিনের মধ্যে তাদের দুবার হারিয়ে সিরিজ জিতল টাইগাররা। অবস্মরণীয় জয়ে কোচিং প্যালেনকে কীর্তিত্ব গড়ল তামিম ইকবালের দল। কোচিং প্যানেলসহ দলের সবাইকে এই অর্জনের অংশ ভাগিদার বললেন তামিম।
বলেন, ‘কোচরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এর আগে যাঁরা কাজ করে গেছেন, তাঁদেরও এই সফলতার পেছনে অবদান আছে। তাঁদের কথাও ভুলে গেলে হবে না। এটা দলীয় প্রচেষ্টার ফল। কোচিং স্টাফরাও এর অংশ। সবাই সবার কাজটা ঠিকঠাক করেছে বলেই আমাদের এই অর্জন।’