বাংলাদেশ আর আগের দল নেই: এলগার
২৯ মার্চ ২০২২ ১৩:৩৪
বছরের প্রথমে সাদা পোশাকে নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই হারিয়ে দেয় বাংলাদেশ। তবে সেটা কোনো অঘটন নয়, সব বিভাগেই কিউইদের পরাস্ত করে টেস্ট জয় করে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতেই ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় টিম টাইগার্স। এবার সাদা পোশাকে প্রোটিয়াদের সামনে মুমিনুল হকের দল। সাদা পোশাকে দেশের বাইরে খুব বেশি উজ্জ্বলতা ছড়াতে না পারলেও বাংলাদেশ সমীহ করছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তিনি বলেন, ‘টেস্ট সিরিজও হবে জমজমাট। বাংলাদেশ যে আগের দল নেই!’
সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকারও দক্ষিণ আফ্রিকার মাটিতে নেই ওয়ানডে সিরিজ জয়ের গৌরব। পাকিস্তান ও ভারতের পর এশিয়ার তৃতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব বাংলাদেশের। সিরিজের প্রথম এবং তৃতীয় ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ নিশ্চিত করে তামিম ইকবালের দল। আর দক্ষিণ আফ্রিকার এই দলটিই ক’দিন আগে শক্তিশালী ভারতকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছে। মাত্র দুই মাস আগে জানুয়ারিতে ওয়ানডে সিরিজে ভারতকে এই লজ্জা উপহার দেয় স্বাগতিক প্রোটিয়ারা।
আর সেই প্রোটিয়া দলকেই বাংলাদেশ দল করল নাস্তানাবুদ। তবে এবার ফরম্যাটটা যে ভিন্ন। রঙিন পোশাক তুলে রেখে এবার সাদা পোশাকে মাঠে নামার কথা। বাংলাদেশ বরাবরই সাদা পোশাকে দুর্বল। তবে টাইগারদের সাম্প্রতিক ফর্ম চোখ রাঙাচ্ছে প্রোটিয়াদের। নিউজিল্যান্ডকে তাদের দেশে টেস্ট হারিয়ে সিরিজ সমতায় শেষ করার পর আত্মবিশ্বাসী বাংলাদেশ। আর এই বদলে যাওয়া বাংলাদেশকে নিয়েই যত ভয় প্রোটিয়া অধিনায়ক ডি এলগারের।
তিনি বলেন, ‘আমার মনে হয় ওয়ানডেতে যা ঘটেছে তাতে ছেলেরা বেশ হতাশ। আমি ৫০ ওভারের ফরম্যাটে নেই, তারপরও সিরিজের ফলাফলে কষ্ট পেয়েছি। দলের ক্রিকেটারদের মধ্যে টেস্টে ভালো করার ক্ষুধা কাজ করছে। আমি জানি বাংলাদেশ আর আগের দল নেই।’
বাংলাদেশের বদলে যাওয়ার পেছনে দক্ষিণ আফ্রিকান কোচদের অবদান দেখছেন এলগার। টাইগারদের হেড কোচ হিসেবে আছেন রাসেল ডমিঙ্গো। সম্প্রতি পেস বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি পেসার অ্যালন ডোনাল্ড। আর ওয়ানডে সিরিজে পাওয়ার হিটার হিসেবে কাজ করেছেন এলবি মরকেল। তাদের দিকনির্দেশনা দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভালোভাবেই কাজে লাগিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। এলগার বলেন, ‘বাংলাদেশের কোচিং স্টাফ (দক্ষিণ আফ্রিকান কোচ) দক্ষিণ আফ্রিকার পরিবেশের সঙ্গে সুপরিচিত। এখানে কীভাবে খেলতে হবে সেই ব্যাপারে দলের ধারণা ও মানসিকতা বদলে দিয়েছেন তারা। নিঃসন্দেহে দারুণ একটি সিরিজ হবে।’
সারাবাংলা/এসএস