প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
৩১ মার্চ ২০২২ ১৩:৩৬
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ডারবানে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি মাঠে গড়াবে।
এত বছর ধরে দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের জন্য ছিল শুধুই হতাশার। এর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে সব ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলে একটিতেও জিতেনি বাংলাদেশ। এবার সেই বন্ধত্ব ঘুচেছে। কদিন আগে তামিম ইকবালের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজই (২-১) জিতল টাইগাররা। অবিস্মরণীয় এই জয়ে চাঙ্গা বাংলাদেশের সামনে এখন টেস্টের চ্যালেঞ্জ। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজ নিয়েও স্বপ্ন দেখছে বাংলাদেশ।
প্রোটিয়াদের এখন অভিজ্ঞ বলতে কেবল অধিনায়ক ডিন এলগার, টেম্বা বাভুমা এবং কেশভ মহারাজ। তারুণ্য নির্ভর দলে এখনো অভিষেক হয়নি এমন খেলোয়াড় আছেন চার জন। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মোট টেস্ট খেলার সংখ্যা ২০৬। এর মধ্যে বাভুমা, এলগার ও মহারাজ মিলেই খেলেছেন ১৬৩ টেস্ট! অপর দিকে বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের টেস্ট খেলার সংখ্যা ৩৬২। অভিজ্ঞতায় তাই অনেকটা এগিয়ে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কেগান পিটারসন, টেম্বা বাভুমা, রায়ান রিক্লেটন, কাইল ভেররেন, উইন মালদার, কেশভ মহারাজ, সাইমন হারমার, লিজাদ উইলিয়ামস এবং ডুয়ান্নে অলিভিয়ের।
বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মহামুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস