দিনের শুরুতেই খালেদের জোড়া আঘাত
১ এপ্রিল ২০২২ ১৪:৩৯
প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা বেশ দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের বোলারদের বিপক্ষে। প্রথম দিনটি ৭৬.৫ ওভারে ৪ উইকেটে ২৩৩ রান তোলে প্রোটিয়ারা। প্রথম দিনে প্রোটিয়াদের রক্ষণ বাংলাদেশ ভেঙেছে দ্বিতীয় দিনের শুরুতে এসেই। দিনের শুরুতে খালেদ আহমেদ জোড়া আঘাত হেনে ফিরিয়েছেন কাইল ভেরেইনা এবং ওয়ান মালদার।
দিনের সপ্তম ওভারে এসেই জোড়া আঘাত হানলেন খালেদ আহমেদ। ৮৩তম ওভারের দ্বিতীয় বলে কাইল ভেরেইনাকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন খালেদ। ২৪৫ রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পরের বলেই ওয়ান মালদারকে মাহমুদুল হাসান জয়ের তালুবন্দি করেন খালেদ। এতেই ষষ্ঠ উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের।
কাইল ভেরেইনা ৮১ বলে ২৮ রান করে ফেরেন ড্রেসিংরুমে।
এর আগে প্রথম দিনে সাইটস্কিন-বিভ্রাটে দিনের খেলা শুরু হয়েছিল ৩৫ মিনিট পর। শেষ বিকেলেও ২০ মিনিট মতো গেলো আলোকস্বল্পতার পেটে। প্রথম দিনের খেলা হয়েছে ৭৬.৫ ওভারে। তাতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান। দিন শেষে ১১৯ বলে ৫৩ রান করে অপরাজিত বাভুমা। এ নিয়ে নয় ইনিংস পর টেস্টে হাফ সেঞ্চুরি পেরুলেন বাভুমা। ভেরেইনা ২৭ রানে দিন শেষ করেন।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস