Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাভুমাকে সেঞ্চুরি করতে দিলেন না মিরাজ

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২২ ১৫:৫৭ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ১৮:০৫

নিয়মিত বিরতিতে প্রোটিয়াদের উইকেট তুলে নিচ্ছিল বাংলাদেশের বোলাররা। তবে উইকেটের এক প্রান্তে খুঁটি হয়ে রয়ে যান টেম্বা বাভুমা। ধীরে ধীরে এগোচ্ছিলেন শতকের দিকেই। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থাকতেই তাকে থামান মেহেদি হাসান মিরাজ।

দ্বিতীয় দিনের শুরুতেই খালেদ আহমেদের জোড়া আঘাতে কাইল ভেরেইনা আর ওয়ান মালদারের উইকেট তুলে নেন খালেদ আহমেদ। এরপর কেশভ মহারাজকে সঙ্গে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন টেম্বা বাভুমা। দুর্দান্ত ব্যাটিংয়ে এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকেই।

বিজ্ঞাপন

তবে বাভুমাকে সেঞ্চুরি হাঁকাতে দেননি মিরাজ। ইনিংসের ৯৮তম ওভারের শেষ বলে বাভুমাকে বোল্ড করেন মিরাজ। এতেই ১৯০ বলে ১২টি চারে ৯৩ রানের দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে বাভুমার। তার ফেরার পরের বলেই কেশভ মহারাজকে তুলে নেন ইবাদত হোসেন। আউট হওয়ার আগে কেশভ ৪০ বলে ১৯ রান করেন। আর ২৯৮ রানে ৮ উইকেট হারায় প্রোটিয়ারা।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন খালেদ আহমেদ। আর দুটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও ইবাদত হোসেন।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর