Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের ব্যাটে লজ্জা এড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২২ ১৪:৪৮

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় ভেসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে। সেবার সেন্ট জোন্সের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ৪ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে একই রকম লজ্জার সামনে পড়তে গিয়েছিল বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত আর তাসকিন আহমেদ সেই লজ্জা থেকে মুক্ত করেন।

ডারবান টেস্টের চতুর্থ দিনের শেষ দিকে এসে মাত্র ১১ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ তখনও দেখছিল জয়ের স্বপ্ন। কিন্তু কে জানত দিনের প্রথম ওভারেই অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরবেন রানের খাতা খোলার আগে। কিন্তু কেই বা জানত লিটন দাস ২ আর ইয়াসির আলী ৫ রানে ফিরবেন!

ইনিংসের ৯ম ওভারে লিটন দাস ফিরলেন দলীয় ১৬ রানে। এরপর ১০ রান যোগ হতে ফিরে গেলেন ইয়াসির আলী রাব্বিও। এতেই বাংলাদেশের সামনে লজ্জার সেই রেকর্ড হাতছানি দিচ্ছিল। এবার কি তবে ৪৩ রানের নিচেই থামতে হবে বাংলাদেশকে? নিজেদের ইতিহাসে টেস্টে সর্বোনিম্ন স্কোরেই থামবে বাংলাদেশ? কিন্তু শেষ পর্যন্ত সেই লজ্জা এড়িয়েছে বাংলাদেশ।

আটে ব্যাট করতে নামা তাসকিন আহমেদ ৬ বলে ১১ রান করলে বাংলাদেশ এড়ায় ৪৩ রানে অলআউটের শংকা। এছাড়া টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ৫২ বলে ২৬ রান করেন। তবে সর্বোনিম্ন রানের লজ্জা এড়ালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোনিম্ন দলীয় স্কোরের লজ্জা এড়াতে পারার সম্ভাবনা ক্ষীণ। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোনিম্ন দলীয় সংগ্রহ ৯০। ২০১৭ সালে পচেফস্ট্রুমে প্রোটিয়াদের বিপক্ষে ৯০রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

স্পিন স্বর্গ বাংলাদেশের ব্যাটাররা কুপোকাত স্পিনেই। কেশভ মহারাজ আর সাইমন হারমারের স্পিন বিষে নীল বাংলাদেশের ব্যাটাররা। কেশভ ৮ ওভারে ২৯ রানে তুলে নিয়েছেন পাঁচ উইকেট আর সাইমন হারমার ৮ ওভারে ২১ রানে নিয়েছেন তিনটি উইকেট। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া জয় ৪, সাদমান ০, মুমিনুল ২, মুশফিকুর ০, লিটন ২, ইয়াসির আলী ৫ আর মেহেদি মিরাজ ফেরেন ০ রানে।

সারাবাংলা/এসএস

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর