Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির কারণে ২০ মিনিট দেরিতে খেলা শুরু

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২২ ১৪:২৩

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়াতে দেরি হয়। নির্ধারিত সময়েই খেলোয়াড়রা মাঠে নামেন। দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা মাঠে নামার পরেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার ২০ মিনিট পর খেলোয়াড়রা মাঠে নামে। আর ম্যাচ মাঠে গড়ায় ১০টা ২০ মিনিটে।

বৃষ্টি শুরু হলে মাঠকর্মীরা উইকেট ঢেকে দিলেন কাভারে। ক্রিকেটাররা মাঠ ছেড়ে ড্রেসিং রুমে ফিরে গেছেন এরপরেই। খেলা শুরুর আগে ধারাভাষ্যকার মার্ক নিকোলাস টিভিতে জানালেন, রাতে বৃষ্টি হয়েছে অনেক। সকাল থেকেও আকাশ কালো মেঘে ঢাকা। চারপাশ বেশ গুমোট। সেন্ট জর্জেস পার্কের ফ্লাড লাইট জ্বলে উঠেছে সকালেই।

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশ দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। বাংলাদেশের সামনে এখন ফলো-অনে পড়ার লজ্জা। ফলো-অন এড়াতে লড়াইয়ে ফেরার চেষ্টায় বাংলাদেশ তাকিয়ে থাকবে মুশফিকুর রহিমের অভিজ্ঞ ব্যাটে। দ্বিতীয় দিনের কঠিন শেষ সময়টায় দারুণ লড়াই করে তিনি মাঠ ছাড়েন ৩০ রানে অপরাজিত থেকে। তার সঙ্গে উইকেটে অপরাজিত আছেন ইয়াসির আলি চৌধুরিও।

সংক্ষিপ্ত স্কোর:

প্রথম ইনিংস

দক্ষিণ আফ্রিকা: ১৩৬.২ ওভারে ৪৫৩ (এলগার ৭০, এরউইয়া ২৪, পিটারসেন ৬৪, বাভুমা ৬৭, রিকেলটন ৪২, ভেরেইনা ২২, মুল্ডার ৩৩, মহারাজ ৮৪, হার্মার ১৯, উইলিয়ামস ১৩, অলিভিয়ের ০*; খালেদ ২৯-৬-১০০-৩, মিরাজ ২৬.২-৪-৮৫-১, ইবাদত ২৮-৩-১২১-০, তাইজুল ৫০-১০-১৩৫-৬, শান্ত ৩-০-৯-০)।

বাংলাদেশ: ৪১ ওভারে ১৩৯/৫ (তামিম ৪৭, জয় ০, শান্ত ৩৩, মুমিনুল ৬, মুশফিক ৩০*, লিটন ১১, ইয়াসির ৮*; অলিভিয়ের ৯-৪-১৭-২, উইলিয়ামস ৮-২-৩০-০, হার্মার ৭-১-৩১-০, মহারাজ ১১-১-৪২-০, মুল্ডার ৬-৩-১৫-৩)।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট বৃষ্টিতে খেলা বন্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর