বিশ্ব রেকর্ডে বিজয়ের নাম
২৭ এপ্রিল ২০২২ ১৯:৫১
সদ্য শেষ হওয়া এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) স্বপ্নের মতো ব্যাটিং করেছেন এনামুল হক বিজয়। ১৪ ম্যাচে ৮০.১৫ গড়ে ১০৪২ রান। শতক ৩টি, অর্ধশতক ৫টি। দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডে নাম তুলেছেন। এবার জানা গেল, এতে বিশ্ব রেকর্ডও হয়েছে বিজয়ের।
বিশ্বের লিস্ট ‘এ’ ইতিহাসে বিজয়ই প্রথম ব্যাটার যিনি এক হাজার রানের মাইলফলক গড়েছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এতোদিন সর্বোচ্চ রানের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার টম মুডি। ১৯৯১ সালে ইংলিশ কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে ১৫ ম্যাচ খেলে এক মৌসুমে ৯১৭ রান করেছিলেন মুডি। ৩১ বছর পর মুডিকে ছাড়িয়ে হাজার পেরুলেন বিজয়।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক জিমি কক। ১৯৯০ সালে ইংলিশ কাউন্টিতে সামারসেটের হয়ে ৯০২ রান করেছিলেন তিনি। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দুজনও ইংলিশ কাউন্টিতে খেলে রান করেছেন।
২০১০ সালে ইয়র্কশায়ারের হয়ে ১৩ ম্যাচে ৮৬১ রান করা দক্ষিণ আফ্রিকার জ্যাক রুডলফ আছেন তালিকার চার নম্বরে। ১৯৯৩ সালে ১৬ ম্যাচে ৮৫৪ রান করেছিলেন কার্ল হুপার।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ লিস্ট ‘এ’ স্বীকৃতি পায় ২০১৩ সালে। এতদিন এই আসরে এক মৌসুমে সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন সাইফ হাসান। ২০১৯ সালে প্রাইম দোলেশ্বরের হয়ে সাইফ হাসান ৮১৪ রান করেছিলেন।