Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে মন্ত্রে হঠাৎ পাল্টে গেল বাংলাদেশের ব্যাটিং


১৭ মে ২০২২ ২৩:১৩

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং অনেকদিন যাবতই অধারাবাহিক। সর্বশেষ সিরিজটা কেটেছে বড্ডই বাজে। গত মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকায় দুই টেস্ট খেলা বাংলাদেশ প্রথমটিতে হেরেছিল ২২০ রানে, দ্বিতীয়টি ৩৩২ রানে। এর মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়েছিল মুমিনুল হকের দল। তবে চলতি শ্রীলংকা সিরিজের শুরুতে আবার ব্যাটারদের জয়জয়কার।

বিজ্ঞাপন

চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটেই ৩১৮ রান তুলে ফেলেছে বাংলাদেশ। দারুণ এক সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল খান। হাফ সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, লিটন দাস। মুশফিক-লিটন এখনো অপরাজিত। হঠাৎ কোন মন্ত্রে এক সঙ্গে পারফর্ম করতে পারছেন ব্যাটাররা? উত্তর খোঁজার চেষ্টা করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সের কাছে। জেমি বললেন, ‘খুব বেশি কিছু করিনি।’

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর শ্রীলংকা সিরিজের জন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে সপ্তাহ দুয়েক সময় পেয়েছিলেন জেমি সিডন্স। বললেন, এই সময়টাতে শুধু আত্মবিশ্বাসী ফিরিয়ে আনার চেষ্টাই করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে জেমি বলছিলেন, ‘চেষ্টা করেছি, খেলোয়াড়েরা যাতে তাদের আত্মবিশ্বাসটা ফিরে পায়। দক্ষিণ আফ্রিকায় ৫৩ ও ৮০ রানে অলআউট হওয়াটা ছিল খুবই হতাশাজনক। এরপর ভালো একটি বোলিং আক্রমণের বিপক্ষে খেলতে হচ্ছে তাদের।’

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ বলেন, ‘গত দুই সপ্তাহে আমি আসলে খুব বেশি কিছু করিনি। ছোট ছোট কিছু বিষয় ঠিক করে দিয়েছি। আমি তাদের সঙ্গে টেস্ট ক্রিকেটের শৃঙ্খলা নিয়ে বথা বলেছি। বুঝিয়েছি, টেস্ট ক্রিকেট খেলতে কী শৃঙ্খলা দরকার। এটাই তারা এখানে করে দেখিয়েছে।’

চট্টগ্রামে বাংলাদেশি ব্যাটাররা উচ্চভিলাসী শট খেলার বদলে যে বেশ শৃঙ্খল ছিলেন সেটিও স্মরণ করিয়ে দিলেন জেমি। তিনি বলেন, ‘সবকিছুর মূলে আত্মবিশ্বাস। বুঝতে হবে পরিকল্পনাটা কী। তারা এখানে সেটা দারুণভাবে করে দেখিয়েছে। আপনি যদি দেখেন, লিটনের দুটি শট ছাড়া বাতাসে কোনো বড় শট খেলেনি তারা। সবাই খুব শৃঙ্খলাবদ্ধ ছিল। মুশি যেভাবে বল নক করেছে, আমরা তাকে এভাবেই বলে দিয়েছিলাম।’

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৭ রান তুলেছে শ্রীলংকা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩১৮ রান তুলে আজ তৃতীয় দিন শেষ করেছে।

জেমি সিডন্স তামিম ইকবাল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর