Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪১৫ বল পর উইকেট পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২২ ১৫:২৩

টেস্ট ক্রিকেট ধৈর্য্যের সর্বোচ্চ পরিচয় নিয়ে থাকে। আর এই ধৈর্য্যের পরীক্ষাতে যারা টিকে থেকে লড়াই করতে পারে তারাই ফল পেয়ে থাকে। মিরপুর টেস্টের তৃতীয় দিনে ইনিংসের ৮৮তম ওভারের ৫ম বলে ধনঞ্জয়া ডি সিলভার উইকেট পেয়েছিল বাংলাদেশ। এরপর অপেক্ষা ঠিক ৪১৫ বলের। দীনেশ চান্দিমালকে ফিরিয়ে স্বাগতিকদের স্বস্তি এনে দিলেন ইবাদত হোসেন।

চতুর্থ দিনের শুরু থেকেই মিরপুরে খুঁটি গেড়ে বসেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দীনেশ চান্দিমাল। বাংলাদেশের বোলারদের শত অস্ত্রেও ভাঙেনি এই জুটি। জুটির সংগ্রহ একশ পেরিয়ে, দেড়শ, দেড়শ পেরিয়ে প্রায় দুইশ ছুঁয়ে ফেলেছিল। তবে দুইশ ছোঁয়ার আগেই ১৯৯ রানে চান্দিমালকে ফিরিয়ে জুটি ভাঙলেন ইবাদত হোসেন।

বিজ্ঞাপন

১৫৭তম ওভারের চতুর্থ বলে চমৎকার পুলে বাউন্ডারি মারলেন চান্দিমাল। একশ স্পর্শ করল শ্রীলংকার লিড। এক বল পর কাভারে তামিম ইকবালের দারুণ ক‍্যাচে বিদায় নিলেন এই অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটার।

ইবাদত হোসেনের তৃতীয় উইকেটে ভাঙল ৪১৫ বল স্থায়ী ১৯৯ রানের জুটি।

আগের ডেলিভারির তুলনায় ইবাদতের একটু কম গতির ডেলিভারির নিচে যেতে পারেননি চান্দিমাল। যতটা তুলতে চেয়েছিলেন পারেননি, ঝাঁপিয়ে মুঠোয় জমান তামিম। ১৫৭ ওভারে লংকানদের রান ৬ উইকেটে ৪৬৫। লিড ঠিক ১০০। ক্রিজে অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউসের সঙ্গী নিরোশান ডিকওয়েল্লা।

সারাবাংলা/এসএস

চতুর্থ দিন বাংলাদেশ বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর