Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওপেনার তামিম চার নম্বর পজিশনে ভালো করবে: সিডন্স

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জুন ২০২২ ১৯:৩৭

বাংলাদেশের ইনিংস উদ্বোধনে ড্রেসিংরুম থেকে হেঁটে যাবেন তামিম ইকবাল, গত দেড় দশক ধরে বাংলাদেশ ক্রিকেটের অতি পরিচিত দৃশ্য এটি। অভিষেকের পর থেকে তামিম ওপেনিং ছাড়া অন্য পজিশনে ব্যাটিং করেছেন মাত্র একবার! তবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স মনে করছেন, সিনিয়র হয়ে যাওয়া তামিম চার নম্বর পজিশনেও দারুণ সফল হবেন।

দেড় দশকের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭০ ম্যাচ খেলে ৪২৯ ইনিংস ব্যাটিং করেছেন তামিম। তার ৪২৮ ইনিংসেই খেলেছেন ওপেনার হিসেবে। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চেফস্টুরুম টেস্টে ৪৯ মিনিট ফিল্ডিংয়ের বাইরে থাকার জন্য ওপেনার হিসেবে ব্যাটিংয়ে নামতে পারেননি। ব্যাটিং করতে নামতে হয়েছিল চার নম্বরে।

বিজ্ঞাপন

ওই ঘটনা বাদ দিলে সব ইনিংসই ওপেনার হিসেবে খেলেছেন তামিম। সেই তামিমকে এবার চার নম্বরে দেখছেন সিডন্স। শনিবার (৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ঐচ্ছিক ব্যাটিং অনুশীলন শেষে তামিম প্রসঙ্গে সিডন্স বলেন, ‘একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। আমার মতে, চার নম্বরে সে খুবই ভালো করবে।’

তবে তামিমকে চারে পাঠাতে হলে তার শূন্যস্থান পূরণে একজন ওপেনারও তো চাই বাংলাদেশের। অন্য একজন ওপেনার কী প্রস্তুত? সিডন্স বললেন, ‘তার আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে! ঘরোয়া ক্রিকেটে বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে পারফর্ম করেনি, এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে।’

সম্প্রতি টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছেন লিটন দাস। উইকেটরক্ষকদের মধ্যে এ বছর সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশি তরুণ। ফর্মে থাকা লিটন সাধারণত ব্যাটিং করেন ছয়-সাত নম্বরে। তাকে উপরে তুলে আনার আলোচনা হচ্ছে ইদানিং।

বিজ্ঞাপন

তবে জেমির মতে, ঠিক পজিশনেই আছেন লিটন। বলেছেন, ‘সে (লিটন) তো সবশেষ ম্যাচেও ছয়ে ব্যাট করল। সে শীর্ষ ছয়ে উঠে এসেছে, যা তার জন্য আদর্শ।’

সারাবাংলা/এসএইচএস

জেমি সিডন্স তামিম ইকবাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর