Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০২২ ২৩:৪৯

ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি গায়ানায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়ানোর কথা ছিল। তবে গায়ানায় সকালে বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত না হওয়ায় বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে টস অনুষ্ঠিত হয়। আর ম্যাচটি মাঠে গড়াবে রাত ১২টায়। শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উটাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের জায়াগায় দলে ফিরেছেন নাসুম আহমেদ।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর  দ্বিতীয়টিতে বাংলাদেশকে ৩৫ রানে হারিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে যায় স্বাগতিক উইন্ডিজ।

উইন্ডিজ একাদশ

কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, শামারহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভমান পাওয়েল, ডমিনিক ড্রেকস, ওডেন স্মিথ, রোমারিও শেপার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাককয় এবং হেইডেন ওয়ালস।

বাংলাদেশ একাদশ

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ

সারাবাংলা/এসএস

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর