Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অধিনায়ক মাঠ পরিচালনা করেন, আমাদের তা মানা উচিত’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২২ ১১:৩৪

সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। ওই ওভারে মাত্র ৪ রান খরচ করে এক উইকেট নিয়েছিলেন। তারপর আবার বোলিং পান ইনিংসের ১৭তম ওভারে গিয়ে। শেষের ওভার হলেও তাতে অবশ্য বেশি রান খরচ করেননি, দিয়েছিলেন ৮ রান। তারপর আর বোলিংই পেলেন না সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটের হারে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। দলের সেরা বোলারকে কেন ব্যবহার করা হলো না তা নিয়ে উঠছে প্রশ্ন।

বিজ্ঞাপন

লিটন কুমার দাস বললেন, মাঠের সব সিদ্ধান্ত অধিনায়কের। বাকিদের উচিত অধিনায়কের ওপর আস্থা রাখা। ‘ম্যাচ জিতলে এসব নিয়ে প্রশ্ন উঠত না’ ঢাল হিসেবে এই কথাও বলেছেন লিটন।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘আমার মনে হয়, মাঠে যদি পরিকল্পনাগুলো কাজে লাগানো যেত, তাহলে এ প্রশ্নগুলো আসত না। আর সম্পূর্ণ মাঠ চালায় অধিনায়ক। অধিনায়ক যে সিদ্ধান্ত দেবে, আমাদের প্রত্যেক খেলোয়াড়েরই তা পালন করা উচিত।’

ইনিংসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিং করছিলেন দুই বাঁহাতি ব্যাটার নিকোলাস পুরান ও কাইল মায়ার্স। সেই কারণেই হয়তো বাঁহাতি বোলার সাকিবকে বোলিং দিতে চাননি অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু এমন নীতির কারণে অতীতেও সমালোচনা কম হয়নি। কারণ বিশ্বের অন্য দলগুলো এই নীতি মানে কমই।

লিটন বলতে চাইলেন অধিনায়কের সিদ্ধান্ত ঠিকই ছিল। তবে কেন ঠিক ছিল সে ব্যাখ্যা তার কাছে নেই, ‘অনেক সময় ডানহাতি ব্যাটসম্যানকে যদি ডানহাতি বোলারও বল করে, সমস্যা হয় না। তবে সিদ্ধান্তটা সম্পূর্ণ অধিনায়কের। মাঠ তো আমি চালাব না বা আর দশটা খেলোয়াড় চালাবে না। আমাদের উচিত ওনার (অধিনাকের) যে সিদ্ধান্ত, সে অনুযায়ী কাজ করা। সিদ্ধান্তটাতে ভালো কিছু হলে হয়তো প্রশ্নটা আসত না।’

গায়ানায় কাল প্রথমে ব্যাটিং করে ১৬৩ রান তুলেছিল বাংলাদেশ। ব্যাটিং বান্ধব উইকেটে এই রান যথেষ্ট ছিল না বলেন লিটন, ‘আমরা খুব একটা ভালো ব্যাটিং করিনি। প্রথম ম্যাচে করিনি, দ্বিতীয় ম্যাচেও মনে হয় না সাকিব ভাই ছাড়া আমরা কেউ খুব ভালো ব্যাটিং করেছি। উইকেট ব্যাটিং–সহায়ক ছিল। আমরা ওপরের দিকের ব্যাটসম্যানরা যদি দায়িত্বটা আরও ভালোভাবে পালন করতে পারতাম, তাহলে হয়তো পরের দিকের ব্যাটসম্যানরা আরও খুলে খেলতে পারত।’

বিজ্ঞাপন

ব্যাটিংটা যে বারবার ভোগাচ্ছে তার সহজ স্বীকারোক্তিতে অসহায়ত্বই ফুটে উঠল লিটনের কণ্ঠে। বলেছেন, ‘টি–টোয়েন্টিতে আমরা ১৬০–১৬৫ বা খুব বেশি হলে ১৭০ রানই করব। আমরা ও রকম দল না যে ১৮০–১৯০ রান করব। বোলারদের পরিকল্পনা কাজে লাগানোতে সমস্যা ছিল। সেটা যদি আজ (গতকাল) ভালো হতো, তাহলে হয়তো ফলাফল আমাদের পক্ষে আসত। সব বোলার হয়তো পরিকল্পনা কাজে লাগাতে পারেনি।’

প্রথমে ব্যাটিং করে ১৬৩ রান তোলে বাংলাদেশ। পরে ১০ বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে ২-০ তে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ লিটন দাস সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর