গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। অথচ কদিন আগে সেই মাঠেই প্রায় একই স্কোয়াড নিয়েও টি-টোয়েন্টিতে ধুঁকেছেন টাইগাররা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এমন ভরাডুবি অনেক দিনের। সম্প্রতি বেশি প্রশ্ন উঠছে অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে। নিজে রান পাচ্ছেন না, তার দল পরিচালনা নিয়েও উঠছে প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, মাহমুদউল্লাহকে নিয়ে দোটানায় বোর্ড।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ বাংলাদেশ নেতৃত্ব দিবেন কিনা তা নিয়ে সন্দিহান বিসিবি বস। বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ক্রিকেটাররা দেশে ফিরলে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। তবে হুট করে অধিনায়ক পাল্টালেই যে পারফরম্যান্সে বড় উন্নতি ঘটবে সেটাও মনে করছেন না বিসিবি সভাপতি।
রোববার (১৭ জুলাই) মিরপুরের বিসিবি কার্যালয়ে বৈঠক করেছেন বোর্ড পরিচালকরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উঠল অধিনায়ক মাহমুদউল্লাহ প্রসঙ্গ।
বিশ্বকাপের আগে মাহমুদউল্লাহকে সরিয়ে দেওয়ার চিন্তা আছে কিনা এমন প্রশ্নে নাজমুল হাসান পাপন বলেন, ‘কোনো পরিকল্পনা আছে কিনা সেটা বলা মুশকিল। তাই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। টি-টোয়েন্টিতে হঠাৎ করেই কিছুটা একটা পরিবর্তন করলে আহামরি কিছু পরিবর্তন আসবে কিনা তা নিশ্চিত নই। আমাদের লং টার্মে যা করার করতে হবে। যাই করি না কেন আমাদের আলাপ করে নিতে হবে। এখনো দল আসেনি। আসার পর আলাপ-আলোচনা করে দেখব।’
বিসিবি সভাপতি বলেন, ‘এই মুহূর্তে বা আজকে বলা কঠিন। সিদ্ধান্তটা নিতেও এই মাস চলে যাবে। আমাদের আসলে বসতে হবে। অধিনায়ক আসবে, খেলোয়াড়রা আসবে ওদের সঙ্গে বসতে হবে। ওদের কথা শুনতে হবে।’
মাহমুদউল্লাহ রানে ফিরলে পরিস্থিতি স্বাভাবিক হবে মনে করছেন পাপন। সদ্য টেস্ট অধিনায়ক ছাড়া মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের প্রসঙ্গ টেনেছেন পাপন।
মাহমুহউল্লাহর অধিনায়কত্বে বোর্ড সন্তুষ্ট কিনা এমন প্রশ্নে পাপন বলেন, ‘এটা তো কঠিন প্রশ্ন। আসলে ব্যাপারটা ঠিক তা না। মুমিনুলের অধিনায়কত্ব নিয়েও আমাদের কখনো অসন্তোষ ছিল না। রান পাচ্ছিল না, সেজন্য ওখানে পরিবর্তন করা হয়েছিল। অধিনায়ক মুমিনুলের অধিনায়কত্বে কোনো সমস্যা আমরা দেখিনি। তবে নিশ্চিতভাবে আমরা ওডিআইতে তামিমের অধিনায়কত্ব দেখে খুব ভালো লেগেছে। মাহমুদউল্লাহকে নিয়ে বেশি কথা হচ্ছে কারণ একটাই, ও নিজে রান পাচ্ছে না বলে। আসল সমস্যাটা এখানে। ও আসলে ওর সঙ্গে কথা বলব। আমার মনে হয় ও রান পেলেই ঠিক হয়ে যাবে।’