Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে হবে আমাদের’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২২ ১৯:০৬

বাংলাদেশ ক্রিকেটে চলছে পালাবদলের হাওয়া। মাশরাফি বিন মুর্তজার অধ্যায় শেষ হওয়ার ভাব। তামিম ইকবাল টি-টোয়েন্টি ছেড়েছেন, মাহমুদউল্লাহ টেস্ট ছেড়েছেন। টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকেও বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। তাকে এবং মুশফিকুর রহিমকে বাইরে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে তারুণ্যনির্ভর টি-টোয়েন্টি দল পাঠাচ্ছে বোর্ড। এদিকে সাকিব আল হাসান আবারও অধিনায়কত্বে ফিরছেন। এতো পরিবর্তনের ভীড়ে বিভিন্ন কথাই উঠছে। খালেদ মাহমুদ সুজন বলছেন, বাংলাদেশ দলে ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে হবে। যাতে প্রয়োজনীয় পরিবর্তন মেনে নিতে পারেন সকলে।

বিজ্ঞাপন

টানা ব্যর্থতার জেরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। আসন্ন জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলেও রাখা হয়নি তাকে এবং অপর অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে। সাকিব আল হাসান এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন আগেই। আর মাশরাফি, তামিম এই ফরম্যাট থেকে অবসরই নিয়ে নিয়েছেন। অর্থাৎ সিনিয়রদের ছাড়াই জিম্বাবুয়েতে সিরিজ খেলবে বাংলাদেশ। এই দলটার নেতৃত্ব পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহান।

বিজ্ঞাপন

দায়িত্ব পেয়ে দল হিসেবে পারফর্ম করার বার্তা দিয়েছিলেন সোহান। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, জোর দিতে হবে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলার ব্যপারে।

সোমবার (২৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের মধ্যাহ্নভোজনের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের যেন মিলনমেলা বসেছিল সেখানে।

আয়োজনের ফাঁকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয় এটা অনেকের ব্যক্তিগত ব্যাপার। আমি এসব স্পর্শ করতে পারি না। কিন্তু আজকে ছেলেদের একটা পরিষ্কার বার্তা দিয়েছি যে পেশাদারিত্ব তৈরি করতে। আমাদের পেশাদার হতে হবে। আমাদের ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের অনেকের মন খারাপ হতে পারে। বাদ পড়লে মন খারাপ হবে স্বাভাবিক। দলে ঢুকলে মন খুশি হয়। ভালো খেললে ভালো লাগে, খারাপ খেললে খারাপ লাগে। ক্রিকেট একটা সাইকোলোজিক্যাল গেম, এখানে সবচেয়ে বেশি মেন্টাল প্রেশারটা আসে। আমরা কেন ভালো খেলি না? মেন্টাল টাফনেসের কারণেইতো এম্নয হয়? আমার কথা হচ্ছে যতদিন পর্যন্ত এসব সংস্কৃতি আমরা তৈরি করতে পারবো না ততদিন পর্যন্ত ভালো একটা দল হয়ে উঠতে পারবো না।’

কোন ব্যক্তি বা তারকা নয় সবার আগে বাংলাদেশ ক্রিকেটের কথা ভাবতে হবে বলেছেন সুজন। তিনি বলেন, ‘আমি সবার আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি, কোন নাম, কোন কিছুই গুরুত্বপূর্ণ না। আমরা চাই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করি, বোর্ড চায়…আমরা এই ফরম্যাটটা ভালো খেলছি না। এই ফরম্যাটে সময় এসেছে আমরা অন্য কিছু করতে পারি কি না।’

সারাবাংলা/এসএইচএস

খালেদ মাহমুদ সুজন নুরুল হাসান সোহান মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন
সর্বশেষ

গোলমরিচ যেভাবে দ্রুত ওজন কমায়
২০ অক্টোবর ২০২৪ ১৫:৫১

সম্পর্কিত খবর