আঙ্গুলের ইনজুরি নিয়ে জিম্বাবুয়ে থেকে ফেরা উইকেটরক্ষক ব্যাটার নুুরুল হাসান সোহান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন। অস্ত্রোপচার লাগবে কিনা চিকিৎসরা তা খতিয়ে দেখবেন। অস্ত্রোপচার লাগলে সেটা করিয়েই দেশে ফিরবেন তরুণ তারকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন জানিয়েছেন, রোববার সিঙ্গাপুরের বিমান ধরেছেন সোহান। এই যাত্রায় নুরুল হাসানের সঙ্গী হয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
দুর্ভাগ্য বলতেই হবে সোহানের। জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছিলেন। ব্যাট হাতেও দারুণ পারফর্ম করছিলেন। তখনই হানা দিল ইনজুরি। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাসান মাহমুদের বল ধরতে গিয়ে আঙুলে চোট পান সোহান। পরে স্কান করলে চিড় ধরা পরে, পরে দেশে ফিরে আসেন।
সোহানের চিড়ের ধরন বেশ জটিল। ইংল্যান্ডের চিকিৎসক রিপোর্ট দেখে অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন। সিঙ্গাপুরের চিকিৎসকও তেমন কথা বললে দেরি করবে না বিসিবি। দ্রুতই অস্ত্রোপচারের টেবিলে বসতে হবে সোহানকে।
অস্ত্রোপচার লাগলে সুস্থ হতে মাসখানেক সময় লেগেই যাবে। সেক্ষেত্রে আসন্ন এশিয়া কাপে তার না খেলার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।
এদিকে, জিম্বাবুয়ে সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া লিটন দাস ছিটকে গেছেন তিন থেকে চার সপ্তাহ। লিটনেরও এশিয়া কাপে খেলা নিয়ে শঙ্কা। চোট জর্জরিত বাংলাদেশ এশিয়া কাপের দল ঘোষণার ক্ষেত্রে বাড়তি সময় চেয়ে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপের এবারের আসর শুরু হবে ২৭ আগস্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট।