বিশ্বকাপ জার্সি উন্মোচন করল ব্রাজিল
৯ আগস্ট ২০২২ ১৪:৪০
২০০২ সালের পর থেকে চারটি বিশ্বকাপ পেরিয়ে গেছে। তবুও ব্রাজিলের ‘হেক্সা’ মিশন পূরণ হয়নি এখনো। এবারেও নেইমার-ভিনিসিয়াসদের কাঁধে ভর করে বিশ্বকাপের স্বপ্ন ব্রাজিলিয়ানদের। সেই লক্ষ্যে ইতোমধ্যেই ব্রাজিল ফুটবল ফেডারেশন গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে।
দীর্ঘদিন ধরেই ব্রাজিলের জার্সি প্রস্তুতকারকের দায়িত্ব নাইকির। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে যথারীতি তাদের ক্ল্যাসিক হলুদ রং আছে। জার্সির কলার-হাতাতে সবুজ ও নীল রঙের ছোঁয়া আছে। যা দেশটির পতাকাকে প্রতিফলিত করেছে।
সেলেসাওদের জার্সিতে এবার জাগুয়ারের (চিতাবাঘ) মৃদু ছাপও রেখেছে। ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির সঙ্গে আছে নীল রঙের জার্সিও। প্রিয় দলের জার্সি গায়ে চড়াতে হলে সমর্থকদের আরও এক মাসের বেশি অপেক্ষা করতে হবে। অ্যালিসন বেকার-জেসুসদের জার্সি ১৫ সেপ্টেম্বরে বাজারে ছাড়বে নাইকি।
কাতার বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। কাতারে জুন-জুলাইয়ে গরম থাকার কারণে এটি নভেম্বর-ডিসেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। এবারের বিশ্বকাপ শুরু আগামী ২১ নভেম্বর আর শেষ ১৮ ডিসেম্বর।
সারাবাংলা/এসএস