উয়েফার নিষেধাজ্ঞায় পড়তে পারে বার্সা, পিএসজিসহ ১০টি ক্লাব
২৩ আগস্ট ২০২২ ১৮:০২
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার (উয়েফা) কড়া নজরদারিতে পড়েছে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল এবং জুভেন্টাসসহ আরও ১০টি ক্লাব। আর সেই সঙ্গে মোট ২০টি ক্লাবের বিপক্ষে চলছে অনুসন্ধান। উয়েফার বেঁধে দেওয়া আর্থিক সংগতির নীতি (এফএফপি) ভঙ্গ করার কারণে নিষেধাজ্ঞায় পড়তে পারে এই ক্লাবগুলো। আর আর্থিকভাবে কয়েক মৌসুম ধরেই বাজে সময় কাটাচ্ছে বার্সেলোনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’র প্রকাশিত একটি সংবাদে এসব তথ্য উঠে এসেছে। সংবাদমাধ্যমটি জানায় এসব ক্লাবের বিপক্ষে অনুসন্ধান চালাচ্ছে উয়েফা। অভিযোগ প্রমাণিত হলে বড়সড় নিষেধাজ্ঞায় পড়তে পারে ক্লাবগুলো।
পিএসজি এবং অলিম্পিক মার্শেই শেষ তিন মৌসুম ধরে উয়েফার বেঁধে নেওয়া নীতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছে। আর এতেই তাদের ওপর বিপদের ঘনঘটা নেমে আসতে পারে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে গেল তিন মৌসুম ধরে ৩০ মিলিয়ন ইউরোর বেশি লোকসান গুনেছে প্যারিসের পিএসজি। যেখানে উয়েফা কেবল ৩০ মিলিয়ন লোকসান করলেও ক্লাবগুলোকে ছাড় দেয়।
উয়েফার ঘোষণা অনুযায়ী ২০২২-২৩ মৌসুমই শেষ যেখানে আগের এফএফপির হিসাব করা হবে। এরপর ২০২৩ সাল থেকে নতুন নিয়মের সঙ্গে পরিচয় করাতে যাচ্ছে উয়েফা। এই নতুন নিয়মে প্রতি বছর খেলোয়াড়দের বেতন, ক্লাবের ব্যয় এবং ট্রান্সফার ফি হিসেবে একটি নির্দিষ্ট অংশ ব্যয় করে পারবে ক্লাবগুলো। ক্লাবের আয়ের নির্দিষ্ট একটি অংশ এসবে ব্যয় করতে পারবে ক্লাবগুলো। ২০২৩ সালে ক্লাবের মোট আয়ের ৯০ শতাংশ, ২০২৪ সালে ৮০ শতাংশ আর ২০২৫ সালে ৭০ শতাংশ আয়ের অংশ ব্যয় করতে পারবে ক্লাবগুলো।
এদিকে গেল তিন মৌসুম ধরে ইংলিশ ক্লাব আর্সেনাল প্রায় ২১৩ মিলিয়ন পাউন্ড লোকসান গুনেছে। আর এতেই উয়েফার নজরদাড়িতে পড়েছে গানার্সরা। তবে উয়েফার এফএফপি কমিটি বর্তমানে করোনা পরিস্থিতি এবং মেয়েদের ফুটবলে বিনিয়োগ করলে কিছুটা ছাড় দেয়। গেল মৌসুমেও প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ব্যয় করা ক্লাব ছিল আর্সেনাল।
তবে এ নিয়ে ঠিক কবে নাগাদ উয়েফার সিদ্ধান্ত আসতে পারে তা নিয়ে এখনও কিছুই জানায়নি। তবে এই ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ‘দ্যা টাইমস’।
সারাবাংলা/এসএস
আর্থিক সংগতির নীতি আর্সেনাল উয়েফা এফএফপি ভঙ্গ নিষেধাজ্ঞা প্যারিস সেইন্ট জার্মেই বার্সেলোনা