‘আফগানিস্তানের তুলনায় বাংলাদেশ ম্যাচ সহজ’
২৮ আগস্ট ২০২২ ১৪:৩৯
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক শ্রীলংকা রীতিমতো বিধ্বস্ত হয়েছে আফগানিস্তানের কাছে। এশিয়া কাপের সুপার চারের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই লংকানদের। আর সেই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে লংকান অধিনায়ক দাসুন শানাকা জানান, আফগানিস্তানের সঙ্গে ম্যাচের চেয়ে বাংলাদেশের ম্যাচটি সহজ হবে।
আগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই পেসার ফজলহক ফারুকির তোপে এলোমেলো হয়ে যায় লংকান টপ অর্ডার। এরপর মোহাম্মদ নবী এবং মুজিব উর রহমানের ঘূর্ণিতে মাত্র ১০৫ রানে অলআউট হয় শ্রীলংকা। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৯ বল এবং ৮ উইকেটে হাতে রেখে জয় তুলে নেয় আফগানরা।
আফগানদের কাছে এমন হারের পর সুপার ফোরে যেতে বাংলাদেশের বিপক্ষে বড় জয়ের কোনো বিকল্প নেই শ্রীলংকার। এর আগে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হারলে তাদের পরের রাউন্ডে যাওয়ার পথ সহজ হয়। সেক্ষেত্রে বাংলাদেশকে হারলেই চলবে তাদের। আর বাংলাদেশ আফগানিস্তানকে হারালে শেষ ম্যাচে কেবল জয় নয়, জিততে হবে সমীকরণ মাথায় রেখেই।
প্রতিপক্ষ বাংলাদেশ বলেই একটু বেশিই আত্মবিশ্বাসী দাসুন শানাকা। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে একটু দুর্বল হিসেবেই দেখছেন লংকান অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি যে আফগানিস্তানের সঙ্গের ম্যাচের চেয়ে কিছুটা সহজ হবে তা অকপটে বলে দিলেন লংকান অধিনায়ক।
‘এটা নির্ভর করে (কে শক্তিশালী)। আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। কিন্তু যখন বাংলাদেশের বেলায় আসি…আমরা জানি ফিজ (মোস্তাফিজ) খুব ভালো বোলার, সাকিব বিশ্বমানের। এদের বাদ দিলে তাদের দলে বিশ্বমানের বোলার নেই। এই কারণে আমার মনে হয় আফগানিস্তানের তুলনায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সহজ হবে।’—বলেন দাসুন শানাকা।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। আর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ১ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলংকা।
সারাবাংলা/এসএস