আজ মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ
৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৩
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২২/২৩ মৌসুম মাঠে গড়াচ্ছে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)। নতুন মৌসুমের শুরুর দিনেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে মাঠে নামবে বুরুশিয়া ডর্টমুন্ড, চেলসি। আর রাত ১টায় হবে মোট ৬টি ম্যাচ।
প্রথম ম্যাচ ডে’তে বুরুশিয়া ডর্টমুন্ড মুখোমুখি এফসি কোবেনহ্যাভনের, ডায়নামো জাগিরেভের মুখোমুখি চেলসি। আর রাত একটায় বেনফিকা-ম্যাকাবি হায়ফা, সেল্টিক-রিয়াল মাদ্রিদ, পিএসজি জুভেন্টাস, লাইপজিগ-শাখতার দোনেস্ক, সালজবার্গ-এসি মিলান এবং সেভিয়া-ম্যানচেস্টার সিটি।
তবে দিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিতে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেই এবং জুভেন্টাস। এই ম্যাচে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে এবং সার্জিও রামোসের মতো তারকারা মাঠে নামছেন। আর এমন সব তারকাদের ছড়াছড়িতেও চ্যাম্পিয়নস লিগে নিজেদের ফেভারিট মনে করছেন না পিএসজি কোচ ক্রিস্তফ গ্যালতিয়ে। তার মতে, তাদের চেয়ে এগিয়ে আছে কয়েকটি দল।
হাইভোল্টেজ ম্যাচটি সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে গালতিয়ে বললেন, ফেভারিটের তালিকায় নেই তার দল। গ্যালতিয়ের বলেন, ‘চ্যাম্পিয়নস লিগে প্রতি বছর ৮ বা ৯টি দল থাকে, যাদের শিরোপাটি জয়ের সামর্থ্য আছে। আমরা কি ফেভারিট? না।’
এদিকে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নরা নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে সেল্টিকের বিপক্ষে। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
সারাবাংলা/এসএস
২০২২/২৩ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ জুভেন্টাস বনাম পিএসজি রিয়াল মাদ্রিদ সেভিয়া বনাম ম্যানচেস্টার সিটি