হালান্ডের রেকর্ডের দিনে সেভিয়াকে উড়িয়ে দিল ম্যানসিটি
৭ সেপ্টেম্বর ২০২২ ০৩:২০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:০২
সেভিয়ার বিপক্ষে নিজের মাত্র ২০তম চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নেমেছিলেন এর্লিং হালান্ড। এস্তাদিও রামোন সানচেজে জোড়া গোল করে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫ গোলের রেকর্ড গড়েছেন হালান্ড। আর তার রেকর্ড গড়ার দিনে সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন ফিল ফোডেন এবং রুবেন ডিয়াজ।
চ্যাম্পিয়নস লিগে ব্যক্তিগত ২৪ গোল করতে এর আগে সবচেয়ে কম ম্যাচ খেলেছিলেন ইনঝাগি এবং ভ্যান নিস্টলরয়ের, উভয়ই ২৯ ম্যাচ করে খেলেছিলেন। এরপর মারিও গোমেজ ৩৫টি, করিম বেনজেমা ৪০, কিলিয়ান এমবাপে ৪১, লিওনেল মেসি এবং রবার্ট লেভান্ডোফস্কি খেলেছিলেন ৪২ করে ম্যাচ আর ক্রিস্টিয়ানো রোনালদোর লেগেছিল ৬৩টি ম্যাচ। সেখানে মাত্র ২০তম ম্যাচেই এই রেকর্ড ছুঁয়ে ফেললেন এর্লিং হালান্ড।
এমবাপের জোড়া গোলে জুভেন্টাসকে হারাল পিএসজি
সেল্টিককে হারিয়ে ৪২ বছর পর প্রতিশোধ রিয়ালের
ম্যানসিটিতে নাম লেখানোর পর মুড়িমুড়কির মতোই গোল করে চলেছেন এর্লিং হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ইতোমধ্যেই মাত্র ৭ ম্যাচে করেছেন ১২টি গোল। যার মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ১০টি আর চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচেই দুটি।
সেভিয়ার বিপক্ষে স্কোরশিটে নাম লেখাতে হালান্ডের সময় লেগেছে মাত্র ২০ মিনিট। ম্যাচের ২০তম মিনিটে ডান দিক থেকে আক্রমণে উঠে ডি-বক্সের ভেতর ক্রস করেন কেভিন ডি ব্রুইন আর সেখান থেকেই দারুণ এক গোল করে সিটিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন হালান্ড। এভাবেই প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে সিটিজেনরা। ৪৮তম মিনিটে হালান্ডের কাছ থেকে পাস পেয়ে গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে বল জালে জড়াতে পারেননি ডি ব্রুইন। এরপর ৫৮তম মিনিটে এসে সিটির ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। জাও ক্যান্সেলোর কাছ থেকে ক্রস জালে জড়াতে ভুল করেননি ফোডেন।
সেভিয়াকে স্বস্তিতে থাকতে দেননি হালান্ড। সিটির একের পর এক আক্রমণে বিপর্যস্ত সেভিয়ার জালে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন হালান্ড। ৬৭তম মিনিটে ফোডেনের নেওয়া শট রুখে দেন সেভিয়া গোলরক্ষক বুনো। তবে বিপদমুক্ত করতে পারেননি, বল গিয়ে পড়ে হালান্ডের সামনে। আর বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি এই স্ট্রাইকার। জোরালো শটে বল জালে জড়িয়ে সিটিকে ৩-০ গোলে এগিয়ে নেন হালান্ড।
ম্যাচের শেষ দিকে এসে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত এক শট গোললাইন থেকে ক্লিয়ার করেন সেভিয়ার ডিফেন্ডার। তবে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ক্যান্সেলোর অ্যাসিস্ট থেকে সিটির চতুর্থ গোলটি করেন রুবেন ডিয়াজ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বিশাল জয়ে মৌসুম শুরু করে সিটিজেনরা।
এদিকে মৌসুমের প্রথম ম্যাচই হার দিয়ে শুরু করেছে চেলসি। ডায়নামো জাগরেভের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। আর বুরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে হারিয়েছে এফসি কোপেনহ্যাভনকে। আরবি লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে শাখতার দোনেস্ক, বেনফিকা ২-০ গোলে জয় পেয়েছে ম্যাকাবি হায়ফার বিপক্ষে। আর সাত বারের চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী এসি মিলান ১-১ গোলে ড্র করেছে সালজবুর্গের সঙ্গে।
সারাবাংলা/এসএস
২০২২/২৩ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ এর্লিং হালান্ড সেভিয়া বনাম ম্যানচেস্টার সিটি