নাপোলিতে বিধ্বস্ত লিভারপুল
৮ সেপ্টেম্বর ২০২২ ০২:৫৫
উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নাপোলির আতিথ্য নেয় লিভারপুল। আর প্রথম ম্যাচেই নেপলসে বিধ্বস্ত গেল মৌসুমের রানার্সআপরা। এস্তাদিও ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনাতে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে অলরেডরা।
২০২১/২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল লিভারপুলকে। এরপর ২০২২/২৩ মৌসুমের শুরুটা এর চেয়ে আর বাজে হতে পারতো না। প্রথমার্ধে তিন গোল হজমের পর দ্বিতীয়ার্ধেও এক গোল হজম করে ইয়্যুর্গেন ক্লপের দল। নাপোলির হয়ে জোড়া গোল করেন পাইটর জেলেনস্কি, একটি করে গোল করেন ফ্র্যাঙ্ক অ্যাঙ্গুইসা এবং জিওভানি সিমিওনে। লিভারপুলের হয়ে স্বান্তনামূলক গোলটি আসে লুইস দিয়াজের কাছ থেকে।
নাটকীয় জয় অ্যাটলেটিকোর, ইন্টারকে হারিয়েছে বায়ার্ন
লেভান্ডোফস্কির হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে বার্সার উড়ন্ত সূচনা
খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না লিভারপুলের। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের ছয়টি ম্যাচের মধ্যে তিনটিতেই ড্র করেছে তারা, হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে আর বাকি দুটি ম্যাচেই কেবল জয় পেয়েছে অলরেডরা। এবার চ্যাম্পিয়নস লিগের শুরুটাও লজ্জার মধ্য দিয়েই হলো তাদের। নাপোলির কাছে লজ্জার এক হার ক্লপের দলের।
ম্যাচের দুই মিনিটের মাথায় লিড নিতে পারতো নাপোলি তবে ভাগ্য সেবার সহায় হয়নি। ওশিমেন দারুণ এক ফ্লিকে লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করলেও গোলপোস্টে লেগে গোল বঞ্চিত হন। তবে অপেক্ষা করতে হয়নি নাপোলিকে বেশি সময়। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় নাপোলির মিডফিল্ডার জেলেনস্কি ১২ গজের ভেতর বল পেয়ে শট নেন, তার শট হাত দিয়ে ঠেকিয়ে দেন লিভারপুলের জেমস মিলনার। এতেই রেফারি বাঁশি বাজান পেনাল্টির। স্পটকিক থেকে গোল করে নাপোলিকে এগিয়ে নেন পিটর জেলেনস্কি।
ব্যবধান দ্বিগুণ হতে পারত ম্যাচের ১৭তম মিনিটে। এবার বল নিয়ে লিভারপুলের ডি-বক্সে ঢুকে পড়েন ভিক্টর ওশিমেন আর তাকে থামাতে গিয়ে ফাউল করেন ভার্জিল ভ্যান ডাইক। এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবারে স্পটকিক নিতে আসেন ওশিমেন তবে তার শট সহজেই রুখে দেন অ্যালিসন। তবে বেশি সময় আটকে রাখতে পারেনি নাপোলিকে। ৩১তম মিনিটে পিটর জেলেনস্কির অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্ক অ্যাঙ্গুইসা।
প্রথমার্ধের শেষ দিকে খিভিচা কভারাতস্খেইলার অ্যাসিস্ট থেকে জিওয়াভানি সিমিওনে গোল করে ব্যবধান ৩-০ করেন। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর মাত্র দুই মিনিটের মাথায় পিটর জেলেনস্কি নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন। তবে এর মিনিট দুই পরে লুইস দিয়াজ একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত লিভারপুলকে আর ম্যাচে ফেরাতে পারেননি।
এতেই শেষ পর্যন্ত ওই ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি।
সারাবাংলা/এসএস
২০২২/২৩ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ নাপোলি বনাম লিভারপুল মোহাম্মদ সালাহ