Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ের সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২ ১৩:০১

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে নামে বাংলাদেশ। এর আগে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে পথ সুগম করে রাখে টাইগ্রেসরা। আর স্কটল্যান্ডকে ছয় উইকেটের ব্যবধানে উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা আর সেমিফাইনালে জিততে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে নিগার সুলতানার দলের।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পরের দিনই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। এবার প্রতিপক্ষ স্কটল্যান্ড। স্কটিশদের বিপক্ষে সোহেলি আক্তারের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ সহজ জয় পায়। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এ দিন টস জিতে স্কটল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে মাত্র ৭৭ রানের মধ্যে শেষ হয়ে যায় তাদের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ২২ রান করেন লরনা জ্যাক।

বিজ্ঞাপন

জাহানারা আলম ও ফারজানা হক চোট নিয়ে ছিটকে পড়ার পর দেশ থেকে সোহেলিকে। ৩৪ বছর বয়সী ক্রিকেটার সুযোগটি কাজে লাগালেন দারুণভাবে। ৩৪ বছর বয়সী ডানহাতি অফস্পিনার সোহেলি নেন মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট। ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। এছাড়া নাহিদা আক্তার নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন সালমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলা।

টস জিতে ব্যাটিংয়ে নামা স্কটিশদের হয়ে প্রথম দুই ওভারে দুটি চার মেরে শুরু করেন এইলসা লিস্টার। তাকে ফিরিয়েই বাংলাদেশের লাগাম নেওয়ার শুরু। ম্যাচের দ্বিতীয় ওভারে তাকে ফেরান বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা। আরেক ওপেনার সাসকিয়া হর্লি রান আউট হন চতুর্থ ওভারে। পাওয়ার প্লে শেষে সোহেলি আক্রমণে আসার পরিএকের পর এক উইকেট ধরা দিতে থাকে। স্কটিশদের বড় দুই ভরসা ক্যাথরিন ও সারাহ ব্রাইসকে ফেরান সোহেলি। প্রথম ৩ ওভারে ২ উইকেটের পর শেষ ওভারে টানা দুই বলে তিনি দেখা পান উইকেটের।

বিজ্ঞাপন

৪২ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্কটিশদের হয়ে কিছুটা লড়াই করেন লর্না জ্যাক। ছয়ে নামা ব্যাটার ২৩ বলে করেন ২২। শেষ ৫ ব্যাটারের একজনও পারেনি দুই অঙ্ক ছুঁতে।

এরপর রান তাড়া করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশকে। শামিমা সুলতানা দ্রুত বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে জুটি গড়েন মুর্শিদা খাতুন এবং নিগার সুলতানা। মুর্শিদা ১৫ রান করে আউট হওয়ার পর জয়ের কাছাকাছি গিয়ে নিগার ও অভিজ্ঞ রুমানা আহমেদের উইকেটও হারায় বাংলাদেশ। আগের ম্যাচে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা নিগার এবার করেন ৩৪।

চার উইকেট হারালেও ১৩ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৩ বলে ৩৪ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ১৫ রান আসে ওপেনার মুরশিদা খাতুনের ব্যাটে। রুমানা আহমেদ করেন ১১ রান।

এ’ গ্রুপ থেকে টানা দুটি জয়ে সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে তারা। সেখানেও পরিষ্কার ফেভারিট বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

স্কটল্যান্ড: ১৯.৩ ওভারে ৭৭ (লিস্টার ১২, হর্লি ৪, ক্যাথরিন ব্রাইস ৪, সারাহ ব্রাইস ১৪, প্রিয়ানাজ ৪, জ্যাক ২২, ওয়াটসন ০, ফ্রেজার ২, স্ল্যাটার ৭, আবতাহা ৪, রেইনি ২*; সালমা ৪-০১৬-১, মেঘলা ৪-১-১৮-১, নাহিদা ২.৩-০-১২-২, সোহেলি ৪-১-৭-৪, রিতু ২-০-৮-০, লতা ৩-০-১৬-০)।

বাংলাদেশ: ১৩ ওভারে ৭৮/৪ (শামিমা ৭, মুর্শিদা ১৫, নিগার ৩৪, রুমানা ১১, সোবহানা ৮*, সোহেলি ০*; ক্যাথরিন ব্রাইস ২-০-১৯-০, স্ল্যাটার ৩-০-১৩-২, ফ্রেজার ৩-০-১৮-১, রেইনি ২-০-৯-১, আবতাহা ১-০-৭-০, হর্লি ২-০-১১-০)।

সারাবাংলা/এসএস

বাংলাদেশ বনাম স্কটল্যান্ড বাংলাদেশের জয় বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর