২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৫
আর্জেন্টিনার ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে কোপা আমেরিকার শিরোপা এনে দিয়েছেন লিওনেল স্কালোনি। তার অধীনেই টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে কাতার বিশ্বকাপ ২০২২ যাচ্ছে আলবেসিলেস্তেরা। আর কাতার বিশ্বকাপের আগে দারুণ এক খবর পেলেন আর্জেন্টাইন কোচ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন স্কালোনি এমনটা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়া।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি স্পোর্টস এ খবর জানিয়েছেন তাপিয়া। স্কালোনি জানান, কাতার বিশ্বকাপ তো অবশ্যই ২০২৬ সালের যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপেও স্কালোনির কাঁধেই থাকছে আর্জেন্টিনার ডাগআউটের দায়িত্ব। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারেও তাপিয়া নিশ্চিত করেছেন বিষয়টি।
তাপিয়া বলেন, ‘আপনাদেরকে এটা জানাতে পেরে আমি গর্বিত যে, আমরা ধারাবাহিকতা ধরে রেখে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে আর্জেন্টিনার কোচ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দল নিয়ে বিস্তৃত পরিসরের প্রকল্পে আমরা কাজ চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘আমি এই দায়িত্ব চালিয়ে যেতে চাই। কে আর্জেন্টিনার কোচের দায়িত্ব চাইবে না? সভাপতির সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আজ আমাদের দেখা হয়েছে, সবকিছু ঠিক পথে আছে। কিছু বিষয় ঘষামাজা করতে হবে। কিন্তু এইভাবে একসঙ্গে চলার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমাদের আছে।’
‘এটা মৌলিক এবং গুরুত্বপূর্ণ ব্যাপার যে, ফলের উপর খুব বেশি নির্ভর না করা। যেটি আমি মনে করি বদলেছে। তা না হলে আমি এখানে থাকতাম না এবং এই পরিস্থিতি নিয়ে আমরা কথাও বলতাম না। বিষয়গুলো ভালো নাও যেতে পারে, কিন্তু শুধু ফলের কারণে সবকিছু ভুলপথে যাবে, বিষয়টা তা নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে, এই বার্তাটা পরিস্কার।’—আরও বলেন তাপিয়া।
বিশ্বকাপে যাই হোক না কেন দল যে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে সে বিষয়ে সমর্থকদের নিশ্চিত করেছেন তাপিয়া। এছাড়াও দুঃসময়ে দলের পাশে থেকে যারা সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। তাপিয়া বলেন, ‘আমি, সভাপতি এবং যারা শেষ পর্যন্ত আমাদের পাশে ছিলেন, তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের পাশেই থাকবেন। বিশ্বকাপে যাই হোক না কেন, আমরা শেষ বিন্দু ঘাম ঝরাব।’
কাতারে নভেম্বর মাসে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। এবার বিশ্বকাপে সি গ্রুপে থাকা আর্জেন্টিনার সঙ্গে রয়েছে পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব।
সারাবাংলা/এসএস
২০২৬ বিশ্বকাপ আর্জেন্টিনা আর্জেন্টিনার কোচ লিওনেল মেসি লিওনেল স্কালোনি