স্পার্সকে হারিয়ে লন্ডন ডার্বি জয় আর্সেনালের
১ অক্টোবর ২০২২ ১৯:৩৮
টটেনহাম হটস্পার্সকে ঘরের মাঠে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল। আর্সেনালের হয়ে থমাস পার্তে গোল করে প্রথমে এগিয়ে নেন এরপর হ্যারি কেইনের গোলে সমতায় ফেরে স্পার্স। এরপর দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল জেসুস এবং গ্র্যানিট শাকার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুর্দন্ত আর্সেনাল। আর আধিপত্য ধরে রাখে ম্যাচের পুরো সময় জুড়ে। ম্যাচের ৬৫ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় আর্সেনাল যার মধ্যে ৯টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৩৫ শতাংশ বল দখলে রেখে ৭টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে স্পার্স।
এমিরেটেসে ম্যাচের ৩ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো আর্সেনাল। তবে এখান বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। সাকার ক্রস থেকে মাথা ছুঁইয়ে লক্ষ্যে রাখেন মার্টিনেলি। তবে তার হেড কোনো রকমে লক্ষ্যভ্রষ্ট করে দেন রিচার্লিসন এতেই বল গোলপোস্টে লেগে বেরিয়ে যায়।
১৩ মিনিটের মাথায় হিউং মিন সনের ফ্রিকিক থেকে বল পেয়ে রিচার্লিসন দারুণ এক শট নেন তবে তার শট ঝাপিয়ে পড়ে ফেরান আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল। এরপর ম্যাচে লিড নেয় আর্সেনাল। ২০তম মিনিটে বেন হোয়াইটের দারুণ এক বল ফাঁকায় থাকা থমাস পার্তেকে খুঁজে নেয়। আর বল পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে আর্সেনালকে লিড এনে দেন পার্তে।
তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। ২৯তম মিনিটে ডি বক্সের ঢুকে পড়া রিচার্লিসনকে ফাউল করে ফেলে দেন গ্যাব্রিয়েল। এতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে স্পার্সকে সমতায় ফেরান হ্যারি কেইন। এরপর ওডেগার্ডের মাধ্যমে দারুণ কিছু আক্রমণ সাজায় আর্সেনাল তবে প্রথমার্ধে আর এগিয়ে যাওয়া হয়নি গানার্সদের।
দ্বিতীয়ার্ধে ফিরেই মাত্র ৪ মিনিটের মাথায় গানার্সদের লিড এনে দেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের ৪৯তম মিনিটে পার্তের বাড়ানো বল ডান দিক দিয়ে ধরে আক্রমণে যান সাকা। আক্রমণে উঠে কাট ইন করে শট নেন সাকা। তবে তার শট ফিরিয়ে দেন লরিস আর ফিরতি বল পেয়ে যান জেসুস। আর তাতেই বল জালে জড়ান জেসুস। আর্সেনাল এগিয়ে যায় ২-১ গোলের ব্যবধানে।
ম্যাচের এক ঘণ্টা পেরোতেই দুঃস্বপ্ন চেপে বসে স্পার্সের ওপর। ম্যাচের ৬২তম মিনিটে মার্টিনেলিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখান এমারসন রয়ালকে। এতেই ১০ জনের দলে পরিণত হয় স্পার্স। ম্যাচের তখনও বাকি প্রায় ৩০ মিনিট। আর এরই সুবিধা নেয় গানার্সরা। ৬৭তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির পাস ধরে বল ঠান্ডা মাথার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন গ্র্যানিট শাকা। আর্সেনাল এগিয়ে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায়।
শেষ পর্যন্ত এই ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে গানার্সরা। আর তাতেই প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখে মিকেল আর্তেতার দল। এই নিয়ে প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ৭ জয় আর ১ হারে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫ জয় এবং ২ ড্র’তে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আর্সেনালের কাছে হারের পর ১৭ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে টটেনহাম হটস্পার্স। এরপর চারে ব্রাইটন, পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসির আছে সাতে আর লিভারপুলের অবস্থান আট নম্বরে।
সারাবাংলা/এসএস
আর্সেনাল বানাম টটেনহাম হটস্পার্স ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ লন্ডন ডার্বি