বাংলাদেশকে ১৬৮ রানের টার্গেট দিল পাকিস্তান
৭ অক্টোবর ২০২২ ০৯:৪৯
মোহাম্মদ রিজওয়ান ও বাবার আজমের দারুণ শুরুর পর তিনে নেমে শান মাসুদও কার্যকারী এক ইনিংস খেলেছেন। তবে মিডল ওভারে পাকিস্তানের লাগাম টেনে ধরতে পেরেছিল বাংলাদেশ। শেষের দিকে অবশ্য দ্রুত রান তুলতে পেরেছেন মোহাম্মদ রিজওয়ান। সব মিলিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৬৭ রান তুলেছে পাকিস্তান।
ওপেনিংয়ে নেমে শেষ অবদি ব্যাটিং করে ৫০ বলে ৭৮ রানের এক অপরাজিত ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন শান মাসুদ।
শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিং করতে পাঠান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান। পাকিস্তানের সেরা দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ওপেনিংয়ে ৫১ রানের জুটি গড়েন। অষ্টম ওভারের প্রথম বলে মেহেদি হাসান মিরাজকে সুইপ খেলতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে বাবর ২৫ বলে ২২ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
তিনে নেমে শান মাসুদ শুরুতে নাসুম আহমেদের স্পিনে বেশ নড়বড়েই ছিলেন। তবে হাত খুলেছেন খানিক বাদেই। রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৪২ রান তোলেন তার মধ্যে মাসুদের একারই ৩১। নাসুমের বলে হাসান মাহমুদের দুর্দান্ত এক ক্যাচ হয়ে ফেরার আগে ২২ বলে ৪টি চার ১টি ছয়ে ৩১ রান করেন মাসুদ।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। তবে একপ্রান্তে অবিচল ছিলেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানের হাত ধরেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে পাকিস্তান।
নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে দলটি। রিজওয়ান ৫০ বলে ৭টি চার ২টি ছয়ে ৭৮ রান করেন। ৮ বলে ১৩ রান করেছেন ইফতেখার আহমেদ।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার। নাসুম আহমেদ ৪ ওভারে ২২ রানে ও মেহেদি হাসান মিরাজ ২ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন একটি করে উইকেট।
সারাবাংলা/এসএইচএস